
মহারাষ্ট্রের পুণে থেকে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। শহরে ছোট পোশাক পরার অপরাধে চপ্পল দিয়ে মারধর করা হয়েছে দুই যুবতীকে। এই ঘটনায় মোট ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্তে নেমে পুণে পুলিশ একটি ভাড়া বাড়িতে ঢুকে শর্টস পরা দুই মহিলাকে গালি দেওয়ার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার খারাডির রসক নগরে। যে অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটেছে সেখানে দুই যুবতী পেয়িং গেস্ট হিসেবে থাকত বলে জানা যাচ্ছে। দুজনেই তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তারা খারাডির একটি আইটি পার্কে কাজ করেন।
এই মামলার অভিযোগকারীরা মহিলা পুলিশকে দেওয়া অভিযোগে জানিয়েছেন যে অ্যাপার্টমেন্টে তারা ভাড়া থাকতেন সেখানের মালিকেরা প্রায়ই কোনও না কোনও বিষয় নিয়ে তাদের সাথে ঝগড়া করত। প্রায়শই তাদের পোশাক আশাক নিয়েও কথা বলা হত। তাঁরা জানান, গত ২ মার্চ রাতে শর্টস পরেছিলেন। বাড়ির সামনে ওই ছোট পোশাক করে ঘোরাফেরাও করছিলেন। এরপর ওই পোশাকে বাড়ি ফিরতেই বেঁধে যায় তুলকালাম। অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করার অভিযোগও করা হয়েছে বিবাদ এতটাই বেড়ে যায় বাড়ির মালকিন তাদের জুতো দিয়ে মারতে শুরু করেন। রাতের অন্ধকারেই তাঁদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও দাবি তরুণীদের। হেনস্তার ঘটনা ওই মহিলাকে তার পরিবারের আরও ৫ সদস্য সাহায্য করে বলেও দাবি নির্যাতিতাদের। তারপরেই তারা সরাসরি দ্বারস্থ হন পুলিশের।
আরও পড়ুন- রাশিয়ান মহাকাশযান থেকে মুছে গেল আমেরিকা-জাপান-ব্রিটেনের পতাকা, রইল ভারতের তেরঙা পতাকা
অভিযোগ পেয়ে পুলিশ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। যার মধ্যে ছয়জন অভিযুক্তকেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন অলকা পাথারে, শচীন পাথারে, কেতন পাথারে, সীমা পাথারে, শীতল পাথারে এবং কিরণ পাথারে। একই সময়ে, এই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৪৮, ৩২৩, ৫০৪, ৫০৬, ১৪৩, ১৪৭ এবং ১৪৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে একবিংশ শতাব্দীর মধ্যগণণে দাঁড়িয়ে যেখানে বারবার নারী স্বাধীনতা নিয়ে জোরালো প্রশ্ন তোলা হচ্ছে সেখানে এই ধরণের ঘটনায় হতবাক সকলেই। এমনকী এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দোষীদের উপযুক্ত শাস্তির দাবিও তোলা হয়েছে। অন্যদিকে শুধুমাত্র নিজেদের পছন্দসই পোশাক পরার অভিযোগ এই ধরণের ঘটনায় মানিক ভাবে ভেঙে পড়েছেন দুই তরুণীই।