কংগ্রেসের প্রার্থী 'হাইজ্যাক', মনোনয়ন প্রত্যাহার করেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় গাড়িতে অক্ষয়

অক্ষয় বম তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করতে জেলা শাসকের অফিসে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর পাশে ছিল বিজেপির বিধায়ক রমেশ মেন্ডোলা।

 

সুরাটের খেলা এবার ইন্দোরে। যার কারণে কংগ্রেস লোকসভা নির্বাচনের মুখে হারালো তার দ্বিতীয় প্রার্থীকে। ভোট গ্রহণের ঠিক কয়েক দিন আগেই কংগ্রেসের প্রার্থী অক্ষয় বম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসে বিজেপিতে যোগ দিয়েছেন। এই খেলার মাস্টার মাইন্ড অবশ্যই বিজেপি নেতা তথা মোদী পরিবারের সদস্য কৈলাস বিজয়বর্গীয়। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় বমের সঙ্গে একই গাড়িতে একটি ছবি শেয়ার করেছেন করেছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, 'ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের জাতীয় সভাপতি জেপি নাড্ডা ও মুখ্যমন্ত্রী মোহন যাদব ও রাজ্য সভাপতি ভিডি শর্মার নেতৃত্বে বিজেপিতে এসেছেন। তাঁকে স্বাগত জানাই।'

ইন্দোরের মনোনয়নপত্র জমা দেওয়ার এদিনই ছিল শেষ দিন। আগামী ১৩ মে চতুর্থ পর্বে এই কেন্দ্রের নির্বাচন। জেলা কালেক্টর আশিস সিং সাংবাদিকদের বলেন, কংগ্রেসের বম-সহ তিন জন প্রার্থী আজই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছে।

Latest Videos

 

 

সন্দেশখালি নিয়ে বড় দাবি ইডির, শাহজাহানের দৌলতে জমি দখলের টাকা পেয়েছে রাজ্যের কয়েকজন মন্ত্রী- বেনিয়ম টেন্ডারেও

অক্ষয় বম তাঁর প্রার্থীপদ প্রত্যাহার করতে জেলা শাসকের অফিসে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর পাশে ছিল বিজেপির বিধায়ক রমেশ মেন্ডোলা। মধ্যপ্রদেশে কংগ্রেসের সবথেকে শক্তিশালী ঘাঁটি হিসেবে চিহ্নিত ইন্দোর। বর্তমানে সেখানের বিজেপি সাংসদ শঙ্কল লালওয়ানির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন অক্ষয় বম। ৪৫ বছরের অক্ষয়ের এটাই ছিল প্রথম ভোট লড়াই। কংগ্রেসের তিন জন বিধায়কও বিজেপিতে যোগ দিয়েছে।

কংগ্রেস সোমবার বলেছে যে এটা গণতন্ত্রের জন্য হুমকি। নির্বাচন কমিশন যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলছে তখন বিজেপি একের পর এক প্রার্থীকে ভয় দেখাচ্ছে । কংগ্রেস একটি সাংবাদিক সম্মেলন করে বলে,ভারতের গণতন্ত্র হুমকির মুখে তা আবারও প্রমাণ করল বিজেপি। হুমকি হল প্রার্থীদের ভয় দেখিয়ে প্ররোচিত করে প্রাত্যাহার করা।

 

Rishikesh Viral Video: গঙ্গায় 'জলকেলি' অর্ধনগ্ন বিদেশি নাগরিকদের, দেখুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এর আগে কংগ্রেস মোদীর গড় গুজরাটে একজন প্রার্থীকে হারিয়েছে। নাটকীয় ভাবেই কংগ্রেস মনোনীত প্রার্থীকে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল। পরপর আরও ৮ প্রার্থীর প্রত্য়াহারের কারণে গত ২২ এপ্রিল মুকেশ দালালকে সুরাট লোকসভা কেন্দ্রের বিজয়ী ঘোষণা করেছিল। সুরাটের পর কংগ্রেসের দ্বিতীয় ধাক্কা ইন্দোরে।

কোটিপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে বই-এর সম্ভার অবাক করার মত, লক্ষপতি স্ত্রী তৃণমূল সাংসদের

অক্ষয় কান্তি বোমের নাম প্রত্যাহার ও বিজেপিতে যোগ দেওয়ার রীতিমত হতাশ দলের স্থানীয় নেতা ও কর্মীরা। কংগ্রেসের এক নেতা দেবেন্দ্র সিং যাদব বলেছেন, 'অক্ষয় কান্তি বমকে নিয়ে আমি আগেই দলের নেতাদের সতর্ক করে দিয়েছিলাম। আমি বলেছিলাম সে মনোনয়ন প্রত্যাহার করতে পারে। যারা দিনের পর দিন দলের সেবা করেছিল তাদের টিকিট না দিয়ে এমন একজনকে প্রার্থী করায় আমি হতাশ। '

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar