বৈশাখের শুরু থেকেই দেশের বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বেঙ্গালুরুতেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু শীতল জলবায়ুর জন্য বিখ্যাত। গ্রীষ্মকালে কর্ণাটকের অন্য শহরগুলির তাপমাত্রা বেশি থাকলেও, বেঙ্গালুরুর সর্বোচ্চ তাপমাত্রা কমই থাকে। কিন্তু এবার অন্য ছবি দেখা যাচ্ছে। রবিবার বেঙ্গালুরুর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এটাই গত ৫০ বছরে বেঙ্গালুরুতে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ বছরের মার্চ থেকেই বেঙ্গালুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এপ্রিলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এবার তাপমাত্রার নতুন রেকর্ড দেখা গেল। বেঙ্গালুরুতে পানীয় জলের সঙ্কটও চরমে পৌঁছে গিয়েছে। কালবুর্গিতে অবশ্য সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমেছে। মৌসম ভবনের পক্ষ থেকে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি হলে বেঙ্গালুরুর তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বেঙ্গালুরুতে তাপপ্রবাহ অব্যাহত
২০১৬ সালে বেঙ্গালুরুর সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এবার সেই রেকর্ড ভেঙে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে টানা তাপপ্রবাহ চলছে। বেঙ্গালুরুর তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়া এতটাই অস্বাভাবিক ঘটনা যে সারা দেশ হতবাক হয়ে গিয়েছে। বেঙ্গালুরুতে আবহাওয়া বিভাগের অধিকর্তা সি পি পাতিল জানিয়েছেন, শনিবার বেঙ্গালুরুর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তার চেয়েও বেশি ছিল তাপমাত্রা।
২ মাস ধরে বেঙ্গালুরুতে অস্বস্তিকর তাপমাত্রা
এ বছরের ফেব্রুয়ারি থেকেই বেঙ্গালুরুতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। এরপর মার্চ-এপ্রিলেও সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বেশি। ৩০ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। পরদিন সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যায় ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। এপ্রিলের শুরু থেকেই বেঙ্গালুরুর বিভিন্ন অঞ্চলে তীব্র জলসঙ্কট দেখা যাচ্ছে। এই সমস্যা এখনও দূর হয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দেশের ১২৫টি জেলা পড়তে চলেছে খরার মুখে, আবহাওয়া দফতরের দেওয়া তথ্যে বাড়ছে আতঙ্ক
Hot Weather: সমুদ্রের জলের জন্যই লম্বা তাপপ্রবাহ, তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বিজ্ঞানীদের ভয়ঙ্কর বার্তা
তাপমাত্রার পারদ চড়ছে হুহু করে, জানুন এই গরমে আপনার শরীর ঠিক কতটা তাপমাত্রা সহ্য করতে পারে