
নির্ধারিত সময়ের আগে হতে পারে ভোট। এই বছর, এপ্রিল নয়, মার্চে হতে পারে লোকসভা ভোট। মার্চ মাসের শুরু হতে পারে ভোট চলবে এপ্রিলের শুরুর দিক পর্যন্ত। মিলল এমনই খবর।
সূত্রের খবর, এবার নির্ধারিত সময়ের মাসখানেক আগে হবে ভোট। নির্ধারিত সময়ের আগে ভোট করার জন্য বেশ কয়েকটি বিষয়কে কারণ হিসেবে দেখানো হয়েছে। রাজনৈতিক শিবির হিন্দি ছবির সংলাপ অনুকরণ করে বলেছেন, লোহা গরম থাকতে থাকতেই হাতুড়ি মারতে চাইছেন শাসক দলের নেতৃত্ব। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা মনে করছেন, হাওয়া গরম থাকতে থাকতে ভোট করাতে চাইছেন। জি ২০-র সাফল্যকে সামনে রেখে ভোটের আসর সাজাতে শুরু করেছে বিজেপি নেতারা। জানা গিয়েছে, ভোট প্রচারে নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ভাবমূর্তি ব্যবহার করা হবে।
এদিকে এই প্রসঙ্গে মুখ খোলন বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি সাক্ষাৎকারে জানান, তিনি দীর্ঘদিন ধরে জি২০ দেখছেন। এ বারের মতো সফল সম্মেলন আগে হয়নি। তিনি বলেন, উপস্থিত বিশ্বনেতারা ভারতের চন্দ্রযান নিয়ে টেবিল চাপড়ে হর্ষ প্রকাশ করেছেন। আর সেই সাফল্যের রেশ মিলিয়ে যাওয়ার আগে লোকসভা ভোটের আয়োজন ও প্রচার শুরু করতে চাইলে বিজেপি। এরই সঙ্গে জানা গিয়েছে, জানুয়ারি মাসে আরও একটি মেগা আন্তর্জাতিক সম্মেলন করার প্রচেষ্টা চলছে। এবার আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের এই চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড সম্মেলন হবে ভারতে। প্রজাতন্ত্র দিবসের দিনই এই তিন রাষ্ট্রনেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। অর্থাৎ ২৫ জানুয়ারি হচ্ছে কোয়াড সম্মেলন। জি ২০-র মতো দিল্লিতেই হবে এই সম্মেলন।
এদিকে আগামী মাসে অর্থাৎ অক্টোবরে আরও একটি আন্তর্জাতিক সম্মেলন রয়েছে নয়াদিল্লিতে। জি২০ ভুক্ত রাষ্ট্রগুলির স্পিকারদের একটি সম্মেলনের আয়োজন করা হবে নতুন সংসদ ভবনে। সেখানে তুলে ধরা হবে ভারতের সাংস্কৃতিক বিবিধতা ও সামরিক পরাক্রম।
আর এই সবের মাঝে খবর এল লোকসভা ভোটের। এই সকল সাফল্যের রেশ থাকতে থাকতেই লোকসভা ভোট করে ফেলতে চাইলেন শাসক দল। এবার এপ্রিল নয়। বরং মার্চেই শুরু হয়ে যাবে ভোটপর্ব। তবে, মার্চের আগে হবে না নির্বাচন- মিলেছে এমন খবর। আন্দাজ এবার নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ভাবমূর্তি ব্যবহার করেই হবে ভোট প্রচার। তবে নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ভাবমূর্তি কতটা সাফল্য আনে তা সময় দেখা যাবে।
আরও পড়ুন
Porn Film: মোবাইলে পর্ন ছবি দেখা কি ভারতে অপরাধ? রায় দিল হাইকোর্ট
BIG BREAKING: সেনা-জঙ্গি এনকাউন্টার, কাশ্মীরে কর্নেল সহ ৩ জন শহিদ-চলছে তল্লাশি
৫০০ টাকার নোট নিয়েই গায়েব! বিদেশী অতিথির সঙ্গে এ কেমন প্রতারণা শহরের অটো চালকের, দেখুন ভিডিও