Swati Maliwal: স্বাতী মালিওয়ালকে নিগ্রহের অভিযোগ, আটক অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী

আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের নিগ্রহের ঘটনায় জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সরকারিভাবে অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্বাতী মালিওয়ালকে নিগ্রহের অভিযোগে বৈভব কুমারকে আটক করল দিল্লি পুলিশ। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতীকে মারধর করার অভিযোগ ওঠে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী বৈভবের বিরুদ্ধে সরকারিভাবে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন স্বাতী। তাঁর বাসভবনে গিয়ে বয়ান রেকর্ড করে পুলিশ। এরপরেই শনিবার বৈভবকে আটক করা হল। তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর প্রাক্তন ব্যক্তিগত সচিব। তাঁকে এদিন দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকেই আটক করা হয়। পিছনের দরজা দিয়ে বৈভবকে নিয়ে যায় দিল্লি পুলিশের একটি দল। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার স্বাতীকে নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যায় দিল্লি পুলিশের একটি দল। সেখানে কোথায় কী ঘটেছিল দেখান স্বাতী। এরপর তিনি তিস হাজারি কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেন।

স্বাতীর অভিযোগের ভিত্তিতে মামলা

Latest Videos

স্বাতীর অভিযোগ, সোমবার তাঁকে ৭-৮ বার চড় মারেন বৈভব। তাঁর বুকে-পেটে লাথিও মারা হয়। এই ঘটনা যখন ঘটে তখন কেজরিওয়াল বাড়িতেই ছিলেন বলে অভিযোগ। আম আদমি পার্টির পক্ষ থেকে পাল্টা সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবি করা হয়েছে, স্বাতী মিথ্যা অভিযোগ করছেন। তাঁকে মারধর বা হেনস্থা করার মতো কোনও ঘটনা ঘটেনি। সিভিল লাইনস থানায় স্বাতীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন বৈভব। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর বাসভবনে অনুপ্রবেশ করেন স্বাতী। তিনি হেনস্থা করেন বলেও অভিযোগ বৈভবের।

বিজেপি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ

আম আদমি পার্টির অভিযোগ, কেজরিওয়ালের বিরুদ্ধে চক্রান্ত করছে বিজেপি। স্বাতীকে ব্ল্যাকমেল করে তাঁকে দিয়ে মিথ্যা অভিযোগ করানো হচ্ছে। বিজেপি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মী-সমর্থকরা দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভও দেখিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Swati Maliwal: কেজরিওয়ালের বাসভবনে নিগৃহীত হয়েছেন, দিল্লি পুলিশে অভিযোগ স্বাতীর

Swati Maliwal: দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে আক্রান্ত স্বাতী মালিওয়াল, দিল্লি পুলিশে অভিযোগ দায়ের

'মোদী আবার জিতলেই মমতা জেলে যাবে', যোগীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুললেন কেজরিওয়াল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল