বিয়ের অনুষ্ঠানে তিন বছরের মেয়েকে ফেলে রেখে চলে গেল বাবা-মা! মর্মান্তিক পরিণতি শিশুর

Published : May 18, 2024, 10:03 AM IST
car lock

সংক্ষিপ্ত

গাড়িতে আটকা পড়ে মৃত্য তিন বছরের শিশু সন্তানের! শোকস্তব্ধ বাবা- মা

গাড়িতে আটকা পড়ে মৃত্য তিন বছরের শিশু সন্তানের। ঘটনাটি ঘটেছে জোরাওয়ারপুরের একটি বিয়ের অনুষ্ঠানে। মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

কিন্তু কীভাবে মৃত্যু হল ওই শিশুর? জানা গিয়েছে, কোটার বাসিন্দা প্রদীপ তাঁর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে জোরাওয়ারপুরে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। সেখানে গাড়ি পার্ক করতে যান প্রদীপ। গাড়িটি পার্ক করার পরে তাঁর ছোট মেয়ে গৌরবিকা মায়ের সঙ্গে চলে গিয়েছে ভেবে গাড়িটি লক করে চলে যান প্রদীপ। 

আরও পড়ুন: ২৪-এর লোকসভায় বঙ্গে আসন বাড়ছে বিজেপির? প্রশান্ত কিশোরের দাবি শুনলে হতবম্ব হবেন

কিছুক্ষণ পরে ছোট মেয়েকে অনুষ্ঠানে না দেখতে পেয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলে জানা যায় গৌরবিকা গাড়িতেই রয়েছে। এরপর অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে। পরে তাড়াতাড়ি করে পার্কিং-এ গিয়ে দেখা যায় গৌরবিকা গাড়ির মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। পরে গৌরবিকাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: কত বছর বাড়িতে একই ভাড়াটিয়া থাকলে সেই বাড়ি দখল হতে পারে? জমি মালিকরা অবশ্যই জেনে নিন

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে এই ঘটনায় শোকস্তব্ধ বাবা-মা মেয়ের দেহের ময়না তদন্ত করতে নারাজ হয়েছেন। এমনকী স্থানীয় থানায় মামলাও করতেও অসেবীকার করেছেন তাঁরা। চান না তাঁরা। তবে কীভাবে এতক্ষণ শিশুটি গাড়িতে আটকা পড়ে থাকল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ঘটনার তদন্ত করছে পুলিশ তবে এখনও পর্যন্ত কারও নামে মামলা দায়ের করা হয়নি।

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের