Gas Cylinder Price: বেড়ে গেল রান্নার গ্যাসের দাম, দুর্গাপুজোর আগে চিন্তায় মধ্যবিত্তরা

শারদোৎসবের প্রাক্কালেই রান্নার গ্যাসের দামে মধ্যবিত্তের পকেটে টান। 

Sahely Sen | Published : Oct 1, 2023 5:51 AM IST

১ অক্টোবর থেকেই বেড়ে গেল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। শারদোৎসবের প্রাক্কালে হেঁসেলে দরদামের হিসেব বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন মধ্যবিত্তরা। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল আজ থেকেই।

১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ২০০ টাকারও বেশি বাড়ানো হয়েছে।  এর আগে জুলাই মাসে ১৯ কেজি ওজনের সিলিন্ডারের দাম বেড়েছিল ৭ টাকা করে। তারপর অগাস্টে সেই দাম কিছুটা কমানো হলেও অক্টোবর থেকে আবার বাড়ানো হল দর।

বিশ্ব বাজারের সঙ্গে গ্যাসের মূল্যে পাল্লা দিতেই কলকাতায় সিলিন্ডারপিছু ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২০৩.৫ টাকা করে। ১ অক্টোবর থেকে কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাসের দাম পড়বে ১৮৩৯.৫০ টাকা। রাজধানী দিল্লিতে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৭৩১.৫০ টাকা।

Share this article
click me!