মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন যেসব পণ্যগুলি বিক্রি করছে তার মধ্যে কয়েকটিতে জাতীয় পতাকার ছবি রয়েছে। যার মধ্যে রয়এছে পোশাক, খাবার এমনকি জুতোতেও জাতীয় পতাকা তেরঙ্গার ছবি ব্যবহার করা হচ্ছে। এটি সহ্য করা যায় না। একই মত পোষণ করেছে অনেক সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরাও।
মন্ত্রীর হুঁশিয়ারি দেওয়ার পরই তড়িঘড়ি পদক্ষেপ করল পুলিশ। মধ্য প্রদেশের (Madhya Pradesh) পুলিশ (Police) মঙ্গলবার অ্যামাজনের (Amazon) অজ্ঞাত পরিচয় বিক্রেতাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে জুতো সহ বেশ কিছু পণ্যে জাতীয় পতাকার ছবি দিয়েছে। যা জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি আইনলঙ্ঘন করাও হয়েছে। আগে থেকেই এই ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছিলেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra)। তিনি বলেছিলেন রাজ্য সরকার পুলিশকে (MP Police) নির্দেশ দিয়েছে, অ্যামাজনের আধিকারিকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করাতে। জাতীয় পতাকার (National Flag) ছবিসহ পণ্য বিক্রি করা হচ্ছে- এই অভিযোগ তিনি তুলেছেন অ্যামাজনের মালির বিরুদ্ধে ।
মন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন যেসব পণ্যগুলি বিক্রি করছে তার মধ্যে কয়েকটিতে জাতীয় পতাকার ছবি রয়েছে। যার মধ্যে রয়এছে পোশাক, খাবার এমনকি জুতোতেও জাতীয় পতাকা তেরঙ্গার ছবি ব্যবহার করা হচ্ছে। এটি সহ্য করা যায় না। একই মত পোষণ করেছে অনেক সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরাও।
মন্ত্রীর সঙ্গে একই মত প্রকাশ করেছেন নেটিজেনরাও। তাঁরাও বলেছেন, সাধারণভাবে এই ঘটনা জাতীয় পতাকার নিয়ম লঙ্ঘন করে। নরোত্তম মিশ্র জানিয়েছেন, তিনি রাজ্যের পুলিশকে অ্যামাজনের কর্মকর্তা ও মালিকের বিরুদ্ধেও পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন।
ভোপাল পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছেন, অ্যামাজনের অজ্ঞাত পরিচয় বিক্রেতাদের বিরুদ্ধে এক নাগরিক অভিযোগ দায়ের করেছেন। তারই ভিত্তিতে এফআইআর করা হয়েছে ও আইনত পদক্ষেপ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে, জাতীয় পতাকার অবমাননাসহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগকারী জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় বিক্রেতারা অ্যামাজনের জাতীয় পতাকার ছবি দেওয়া টিশার্ট, মগ, জুতোসহ একাধিক পণ্য পোস্ট করছে। যা দেশবাসীর অনুভূতিতে আঘাত করছে। এটি জাতীয় পতাকার অবমাননা। এটাই প্রথম নয় , এর আগেও মধ্য প্রদেশে অ্যামাজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। অ্যামাজন অবশ্য জানিয়েছেন, তারা তাদের বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সংশ্লিষ্ট বিক্রেতাদের চিহ্নিত করবে ও যেগুলি দেশের মানুষের অনুভূতিকে আঘত করে বা করতে সেই জাতীয় পণ্যের একটি তালিকাও তৈরি করবে। পাশাপাশি বলা হয়েছে অ্যামাজন ভারতের বাজারে আইন মেনেই পণ্য বিক্রি করে। দেশের মানুষের অনুভূতিতে আঘাত করার কোনও অভিপ্রায় নেই সংস্থার ।
Punjab Election 2022: ভোট প্রচারে রাহুল গান্ধী হলেন হাল্ক, চন্নি থর সেজে কাত করলেন শত্রুদের
Padma Award: পদ্মবিভূষণ সম্মান বিপিন রাওয়াতকে, করোনা টিকা তৈরি করে পদ্ম সম্মানের তালিকায় পুনাওয়ালা