মাত্র ১,০০০ টাকা বিনিয়োগেই ৭.৫ শতাংশ সুদ, মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কথা জানেন?

কয়েক দশক আগে সরকারের পক্ষ থেকে প্রচার করা হত, 'টাকা ব্যাঙ্কে রাখুন।' বিশেষ করে মেয়ে জন্মালে তার ভবিষ্যতের জন্য টাকা জমানোর পরামর্শ দেওয়া হত। এখনও কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য টাকা জমানোর প্রকল্প চালু রেখেছে।

Soumya Gangully | Published : Dec 6, 2024 2:34 PM / Updated: Dec 06 2024, 04:06 PM IST
19
কেন্দ্রীয় সরকারের অন্যতম সেরা প্রকল্প মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম

স্বল্প বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রয়েছে। তেমনই এক প্রকল্প হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম।

29
কেন্দ্রীয় সরকারের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ৭.৫ শতাংশ সুদ

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ১,০০০ টাকা থেকে ২,০০,০০০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। এই প্রকল্পে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়।

39
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ২ বছরের জন্য টাকা বিনিয়োগ করা যায়

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে ২ বছরের মধ্যেই বিনিয়োগ করা অর্থ সুদ-সহ ফেরত পাওয়া যায়। পোস্ট অফিসের পাশাপাশি কয়েকটি ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু শাখায় বিনিয়োগ করা যায়। কেউ যদি ১০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে ১১,৬০২ টাকা পাওয়া যাবে।

49
কোনও মহিলা নিজের জন্য বা নাবালিকা মেয়ের জন্য এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন

কোনও মহিলা নিজের জন্য বা নাবালিকা মেয়ের জন্য মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে পারেন। ভারতের নাগরিক যে কোনও মহিলা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তবে কোনও নাবালিকা সরাসরি বিনিয়োগ করতে পারে না। তার হয়ে মা বা অন্য কোনও অভিভাবক বিনিয়োগ করতে পারেন।

59
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করার জন্য হাতে খুব বেশি সময় নেই

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগের শেষ দিন ২০২৫ সালের ৩১ মার্চ। ফলে যাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাঁদের হাতে খুব বেশি সময় নেই।

69
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে প্রতি ৩ মাস অন্তর সুদ পাওয়া যায়

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে প্রতি ৩ মাস অন্তর ৭.৫ শতাংশ সুদ পাওয়া যায়। কোনও মহিলা যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি ৩ মাস অন্তর ১৫,০০০ টাকা সুদ পাবেন এবং বছরের শেষে ৬০,০০০ টাকা পাবেন।

79
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করার প্রক্রিয়া খুবই সহজ

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে হলে পোস্ট অফিস বা ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে আধার, প্যান জমা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।

89
অনলাইনেও মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ শুরু করা যায়

ডাক বিভাগের ওয়েবসাইট https://www.indiapost.gov.in/, নির্দিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত তথ্য, আধার ও প্যান দিয়ে আবেদনপত্র দাখিল করা যায়। এরপর বিনিয়োগের অঙ্ক নির্দিষ্ট করতে হয়। নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দেওয়া যায়। টাকা জমা দিলেই অ্যাকাউন্ট চালু হয়ে যায়। অনলাইনেই সুদের টাকা পাওয়া যায়।

99
বিনিয়োগ করার আগে প্রকল্পের বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে নেওয়াই ভালো

যে কোনও সরকারি বা বেসরকারি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার আগে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিলে ভবিষ্যতে সমস্যা হওয়ার আশঙ্কা কম।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos