প্রাক-বিবাহ অনুষ্ঠানে গিয়ে বিপত্তি! দোতলার ছাদ থেকে তরুণকে ঠেলে ফেলে দিল বন্ধুর বাবা

প্রাক্-বিবাহ অনুষ্ঠানে গিয়ে বিপত্তি! বন্ধুদের সঙ্গে বিলাসবহুল হোটেলে গিয়ে প্রাণ নিয়ে টানাটানি তরুণের

প্রাক-বিবাহ অনুষ্ঠানে গিয়ে বিপত্তি! বন্ধুদের সঙ্গে বিলাসবহুল হোটেলে গিয়ে প্রাণ নিয়ে টানাটানি তরুণের। সার্থক আগরওয়াল নামের এই তরুণকে হোটেলের ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেন তার বন্ধু রিদিম অরোরোর বাবা সঞ্জীব অরোরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সার্থক। ইতিমধ্যেই সঞ্জীবের বিরুদ্ধে বরেলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কেন ঘটল এই ভয়াবহ ঘটনা?

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের বরেলি এলাকার রাতে বন্ধুদের সঙ্গে প্রাক্-বিবাহ অনুষ্ঠান উপলক্ষে একটি বিলাসবহুল হোটেলে গিয়েছিলেন সার্থক। পেশায় ব্যবসায়ী তিনি। হঠাৎ বন্ধু রিদিমের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি। এরপর দোতলার ছাদ থেকে এক তরুণ নিচে পড়ার খবর হোটেল কর্মীরা জানান পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সার্থককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। পরে হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।

Latest Videos

সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, শনিবার মধ্যরাতে দুটোর সময় রিদিম এবং সার্থক হোটেলের ছাদে যান । দু'পক্ষের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। তার মাঝেই রিদিম তার বাবা সঞ্জীবকে ফোন করে সেখানে ডাকেন। সঞ্জীব পেশায় ব্যবসায়ী।

পুলিশের দাবি, এরপরেই সার্থককে হঠাৎ মারধর করতে শুরু করেন সঞ্জীব। সঞ্জীবের পা ধরে সার্থক ক্ষমা চাইলেও ঝামেলা থামে না। অভিযোগ, পরে রাগের বশে সার্থককে হোটেলের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন সঞ্জীব। এমনকী, পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণকেও মারধর করেন তিনি।এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সঞ্জীবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পুলিশ। তবে সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সার্থক নামের কাউকে তিনি চেনেন না। এই ঘটনার তদন্তে নেমেছি বরেলি থানার পুলিশ।

Share this article
click me!

Latest Videos

'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Daily Horoscope: ২৮ ডিসেম্বর শনিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul
যাকে পায় তাকেই গুঁতাতে যায়, ভোলার তান্ডবে নাজেহাল চুঁচুড়ার মল্লিক কাশেম হাট | Hooghly News
Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে! বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo