মণিপুরের মসনদ এন বীরেন সিং-এর, ফুটবোলার থেকে বিজেপি নেতা হয়ে ওঠার কাহিনি

৬০ আসনের মণিপুর বিধানসভায় সরকার গঠনের ম্যাজিক ফিগার হল ৩১। একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবেই ২০২২ সালের নির্বাচনে আত্মপ্রকাশ করেছে গেরুয়া শিবির। 

তিনি প্রাক্তন ফুটবলার। তিনি একটায় সময়ের সাংবাদিক। তিনি বর্তমানে বিজেপি (BJP) নেতা। তিনি মণিপুরের (Manipur) বর্তমান মুখ্যমন্ত্রী নংথোম্বাম বীরেন সিং বা এন বীরেন সি (N Biren Singh )। মণিপুরে বিজেপি সবথেকে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তাঁরই নেতৃত্বে। ৬১ বছরে এন বীরেন সিং দ্বিতীয়বারের জন্য মণিপুরের মসনদে বসতে চলেছেন। 

৬০ আসনের মণিপুর বিধানসভায় সরকার গঠনের ম্যাজিক ফিগার হল ৩১। একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবেই ২০২২ সালের নির্বাচনে আত্মপ্রকাশ করেছে গেরুয়া শিবির। এই নির্বাচনে এখনও পর্যন্ত বিজেপির ঝুলিতে রয়েছে ৩২টি আসন। তাই সরকার গঠনে অন্য কোনও রাজনৈতিক দলের সাহায্যের প্রয়োজন হবে না। গতবারে অবশ্য বিজেপি মণিপুরে মিলিঝুলি সরকার গঠন করেছিল।

Latest Videos

স্থানীয় মানুষদের কথায় এন বীরেন সিং এর আমলে শান্তি, উপত্যকা ও পাহাড়ের মানুষদের মধ্যে বিভাজন দূর হয়েছিল। মণিপুর উন্নয়নের লক্ষ্যে অনেকটাই এগিয়ে ছিল। তারই ছাপ পড়েছে ভোটযন্ত্রে। 

তৃণমূল স্তরে একাধিক পদক্ষেপ নিয়েছেন এন বীরেণ সিং রাজ্যের উন্নয়নের জন্য তিনি পাহাড়ের মানুষদের সমস্যা সমাধানে চেষ্টা করেছেন। তাদের জন্য নেতা নির্বাচন করেছেন, শীর্ষ আমলাদের দূরের বিচ্ছিন্ন মানুষদের কাছে যাওয়ার প্রথাও চালু করেছিলেন। পাশাপাশি বহু জাতিক এই রাজ্যে ঐক্য আর সাম্যের ওপরেও জোর দিয়েছিলেন। 

এন বীরেন একজন প্রাক্তন ফুটবলার। তিনি স্থানীয় সংবাদপত্র নাহারোলগি থৌডাং এর সম্পাদক হয়েছিলেন। রাজ্যের তরুণদের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক প্রকল্প চালু করেছিলেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল স্টার্টআপ মণিপুর। ২০০২ সালে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন তিনি। ডেমোক্র্যাটিক রেভল্যুশনারি পিপিলস পার্টির প্রার্থী হয়ে  হেইঙ্গাং বিধানসভায় কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। পরের বছরই তিনি কংগ্রেসে যোগদান করেন। তারপর ২০১৬ সাল থেকেই তিনি বিজেপির সদস্য। এই নিয়ে পাঁচবারের বিধায়ক তিনি।

২০১৭ সালের নির্বাচনে বিজেপি মণিপুরে মাত্র ২১টি আসন দখল করেছিল। কংগ্রেস জিতেছিল ২৮ আসনে। কিন্তু সেই সময় কংগ্রেস ভাঙিয়ে বিধায়কদের বিজেপিতে নিয়ে এসে অত্যান্ত দক্ষতার সঙ্গে সরকার গঠন করেছিলেন তিনি। যা পাঁচ বছরের মেয়াদও উত্তীর্ণ করেছিল। তবে এবার আর তার কোনও প্রয়োজন নেই।  পাহাড়ী এই রাজ্যে আফস্পা একটি বড় কাঁটা ছিল। ন্যাগাল্যান্ডের ওটিং গ্রামের ঘটনার পর যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল- তাও বিজেপি নেতা এন বীরেনের নেতৃত্বে গেরুয়া শিবির কাটিয়ে উঠতে পেরেছে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে হারিয়ে রাতারাতি স্টার আপ প্রার্থী, জানেন কী তাঁর আসল পরিচয়

প্রাক্তন-বর্তমান দুই মুখ্যমন্ত্রী ধরায়াসী, হিসেব ওলটপালট করে দিল ভোটের উত্তরাখণ্ড 

হিমালয় থেকে সমুদ্র - সর্বত্রই বিজেপি কর্মীদের পাশে রয়েছে মানুষ, চার রাজ্য জয়ে বললেন মোদী

 

Share this article
click me!

Latest Videos

‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Kho Kho World Cup 2025: দেশের বুকে এবার খো খো বিশ্বকাপ, ভারতীয় দলকে কারা নেতৃত্ব দেবেন?
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |