দুর্দান্ত সুবিধা! আধার কার্ড নিয়ে ঘোরাঘুরির দিন শেষ, শুধু মুখ দেখালেই হবে, চালু হল বিশেষ নিয়ম

Published : Apr 16, 2025, 07:39 AM IST

চালু হল নতুন আধার অ্যাপ: ভারতে চালু হল নতুন আধার অ্যাপ, এম আধার। এই অ্যাপে কিউআর কোড স্ক্যান করে সহজেই পরিচয় প্রমাণ সম্ভব। আরও রয়েছে নানা সুবিধা। দেখে নিন এক ঝলকে।

PREV
112

ফের দেশবাসীর সুবিধার্থে এক নয়া পদক্ষেপ নিল মোদী সরকার। ভারতে চালু হল নতুন আধার অ্যাপ। যেখানে মিলবে দুর্দান্ত সব সুবিধা।

212

বর্তমানে প্রায় সর্বক্ষেত্রে আধার আবশ্যক করা হয়েছে। সেই কারণে মানুষের সুবিধার কথা মাথায় রেখে এই অ্যাপ নিয়ে এল কেন্দ্রীয় সরকার।

312

সদ্য একটি অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে যার নাম- এম আধার অ্যাপ। এই অ্যাপ ফোনে থাকলে আর চিন্তা নেই। সেখানে থাকা কিউআর কোড স্ক্যান করে নিজস্ব পরিচয় প্রমাণ দিতে পারবেন।

412

UIDAI-র তৈরি এই অ্যাপটির নাম হল এম আধার। এই পদ্ধতি দ্বারা আগের থেকে আরও সহজ ও দ্রুততার সঙ্গে আধার যাচাই করা যাবে।

512

হাসপাতাল থেকে কোনও পরীক্ষাকেন্দ্র, কোথাও ভ্রমণের সময় কিংবা ব্যাঙ্কে আর আধার কার্ড নিয়ে যেতে যদি ভুলে যান আর চিন্তা নেই। মোবাইলে এই অ্যাপটি থাকলেই হল।

612

এই M Aadhaar অ্যাপে কিউআর কোর্ড আছে, আছে ফেস অথন্টিকেশনের সুবিধা। যা স্ক্যান করলেই আপনার ছবি সহ আপনার পরিচয় পত্র সামনে আসবে। আলাদা করে আঙ্গুলের ছাপ, চোখের স্ক্যান, ফটোকপি জমা দিতে হবে না।

712

এই আধার অ্যাপে একাধিক সুবিধা আছে। যেমন হোটেল, দোকান, ব্যাঙ্কের মতো জায়গায় আলাদা করে পরিচয় প্রমাণের জন্য আধারের ফটোকপি দিতে হবে না।

812

আপনার ব্যক্তিগত সকল তথ্য সুরক্ষিত থাকবে। শুধু ডিজিটালি যাতাই হবে। সে তথ্য কেউ নিতে পারবেন না।

912

আপনার ফিঙ্গারপ্রিন্ট ও চোখের স্ক্যান করার আলাদা করে প্রয়োজন হবে না।

1012

আধারের ফটোকপি ব্যবহার করে নানা রকম জালিয়াতি হয়ে থাকে। যা বন্ধ করা যাবে।

1112

আধার কার্ড শেয়ার করতে অনেকে ভয় পেয়ে থাকেন। তবে, এবার থেকে আর সেই চিন্তা নেই। কেউ আপনার আধার কার্ড নিতে পারবে না।

1212

যেহেতু অ্যাপের দ্বারা এই কাজ করা হবে, সে কারণে আপনার সময় অনেক সাশ্রয় হবে।

click me!

Recommended Stories