গরিব যে সমস্ত মানুষদের মাথার উপর পাকা ছাদ ছিলো না তাঁদের জন্য প্রধানমন্ত্রী তাঁর কার্যকালের প্রথম মেয়াদে চালু করেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। মধ্যবিত্তদের জন্য মোদী সরকারের এই স্কিমে ৮ লাখের হোম লোনে মিলবে ৮% সুদে ভুর্তকি।
28
সাধারণ মানুষকে বিশেষ সুবিধা
মোদী সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দেশজুড়ে শহর ও গ্রামাঞ্চলে অভাবী মানুষকে বিনামূল্যে বাড়ি তৈরি করে দেওয়ার সুবিধা দেওয়া হয়।
38
আবাস যোজনায় পরিবর্তন
প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়মে ২০২৪ সাল থেকে বেশকিছু পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। গত বছরই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবান ২.০ (পিএমএওয়াই-ইউ ২.০) চালু করেছিল।
প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শহর ও গ্রামের মধ্যবিত্ত মানুষদের বাড়ির স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা নিয়েছে এই প্রকল্প। পিএমএওয়াই-ইউ ২.০-কে চাারটি ভাগে ভাগ করা হয়েছে।
58
পিএমএওয়াই-ইউ ২.০-এর সুবিধা
পিএমএওয়াই-ইউ ২.০-এর ফলে সুবিধাভোগীর নেতৃত্বে নির্মাণ, অংশীদারিত্বে সাশ্রয়ী মূল্যের আবাসন, সাশ্রয়ী ভাড়ার আবাসন এবং সুদের ভুর্তকি প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা হোমলোনের সুবিধা পান।
68
হোম লোনে সুদ
এই প্রকল্পের মাধ্যমে ৩৫ লাখ টাকা মূল্যের বাড়ির জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত হোম লোন গ্রহনকারীরা এই সুবিধা নিতে পারবেন। এই সুবিধাভোগীরা ১২ বছর পর্যন্ত মেয়াদে প্রথম ৮ লাখ টাকার লোনে ৪ শতাংশ সুদ ভর্তুকির জন্য যোগ্য হবেন। এছাড়াও যোগ্য সুবিধাভোগীরা পুশ বাটনের মাধ্যমে পাঁচটি বার্ষিক কিস্তিতে ১.৮০ লাখ টাকা ভর্তুকি দেওয়া হবে।
78
আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে সুবিধা
এই প্রকল্পের মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে সুবিধা প্রদান। যাদের নিজস্ব কোনও পাকা বাড়ি নেই তারা এই সুবিধার যোগ্য হবেন। ৩ লাখ থেকে ৬ লাখ এবং ৬ লাখ থেকে ৯ লাখ বার্ষিক আয় পর্যন্ত পরিবারগুলিকে এমআইজি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
88
১ কোটি পরিবারের জন্য উপহার
মোদী সরকারের এই প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলের এক কোটি পরিবারকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। দেশের যে কোনও প্রান্তের এই প্রকল্পের জন্য যোগ্য ব্যক্তিরা https://pmay-urban.gov.in/ এর মাধ্যমে সরাসরি আবেদন জানাতে পারবেন।