LPG Price Hike: 'মোদীজির উন্নয়নের গাড়ি উল্টোদিকে চলছে', রান্নার গ্যাসের দাম নিয়ে খোঁচা রাহুলের

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে রাহুল গান্ধী রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রীকে। 

আবারও রাহুল গান্ধী (Rahul Gandhi) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বাংলার ভাইফোঁটা আর উত্তর প্রদেশের- বিহারের ভাইদুজ- উৎসবের এই দিনে যখন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে নাজেহাল দেশের আমআদমি, তখনই রান্নার গ্যাসের দাম নিয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমত কটাক্ষ করেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের গাড়ি এখন উল্টো দিকে চলছে। এলপিজি (LPG Cylender)-র আকাশ ছোঁয়া দাম, তাই অনেক পরিবারই এখন বাধ্য হয়ে উনুন বা কাঠের আগুনেই রান্নাবান্না সারছে। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের বাণীর থেকে সম্পূর্ণ বিপরীত। সেই কথাই স্মরণ করে রাহুল বলেছেন 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের গাড়ি এখন রিভার্স গিয়ারে।'

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে রাহুল গান্ধী রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরাসরি নিশানা করেন প্রধানমন্ত্রীকে। টুইট করে তিনি বলেন, উন্নয়নের কথা তো  অনেক দূরে। লক্ষ লক্ষ পরিবারকে কাঠের উনুন জ্বালতে হচ্ছে রান্নার জন্য। মোদীর উন্নয়নের গাড়ি উল্টো দিকে হাঁটছে। পাশাপাশি ব্রেকও ব্যর্থ হয়েছে। হিন্দিতে প্রকাশি একটি সংবাদ মাধ্যমের ক্লিপও টুইট করেছেন রাহুল গান্ধী। সেই হিন্দি সংবাদ মাধ্যমের সেই প্রতিবেদনে বলা হয়েছে, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে গ্রামীণ এলাকার ৪২ শতাংশ মানুষই এলপিজি সিলিন্ডার ব্যবহার বন্ধ করে দিয়েছে। সেই কারণেই আবারও কাঠের জ্বালানির ব্যবহার বেড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে গ্রামীণ একালার অর্থনীতি এতটাই তলানিতে ঠেকেছে যে অনেক পরিবার রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারছে না। বা তাদের সামর্থ্য নেই। 

Latest Videos

Maharashtra Fire: কোভিড ওয়ার্ডে বিধ্বংসী আগুন, পুড়ে খাঁক হয়ে গেল ১০ করোনা রোগীর দেহ

Diwali In US: দীপাবলিতে আলোর খেলা মার্কিন মুলুকে, শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন ও কমলা হ্যারিস

Covaxin: শিশুদের কোভ্যাক্সিন নিয়ে জরুরি বার্তা সৌম্যা স্বামীনাথনের, হু-র অনুমোদনে ভারতকে শুভেচ্ছা

সম্প্রতি পেট্রোল ডিজেলের দাম কিছুটা হলেও কমিয়েছে কেন্দ্রীয়  সরকার। আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের মাদ কমলেও ভারতের বাজারে পেট্রোপণ্যের দাম ক্রমশই বাড়ছিল। পেট্রোল তো বটেই দাম বেড়েছিল ডিজেলেরও। কেন্দ্রীয় সরকার কিছুটা দাম কমানোয় অনেক রাজ্যেই বর্তমানে পেট্রোলের দাম ১০০ টাকার নিচে নেমেছে। অনেকটাই কমেছে ডিজেলের দাম। কিন্তু এখনও পর্যন্ত গ্যাসের দাম একবারও কমেনি। যা নিয়ে উষ্মা প্রকাশ করতে শুরু করেছে দেশের সাধারণ মানুষ। 

তাই এবার যাতে রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কেন্দ্রীয় সরকার কমায় সেদিকেই জোর দিয়েছেন রাহুল গান্ধী। কারণ কেন্দ্রের মোদী সরকার উজলা যোগনার মাধ্যমে একটা সময় রান্নার গ্যাস বিলি করেছে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন দেশের মা ও বোনেদের জন্যই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে ভর্তুকিবিহীন হলেও রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে নাভিঃশ্বাস উঠেছে আম আদমির। গ্রাম তো বটেই শহর অঞ্চলের মানুষও রান্নার গ্যাস কম ব্যবহার করছেন। রাহুল গান্ধী এবার সেই দিকেই ইঙ্গিত করলেন বলেও মনে করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury