৪ দিন টিকা উৎসব, মোদীর উপদেশে কোন চার কৌশলে যা সফল করার প্রয়াস

  • ঝড়ের বেগে বাড়ছে ভারতে করোনা সংক্রমণ
  • একের পর এক রাজ্যে পরিস্থিতির অবনতী ঘটছে
  • এমনই অবস্থায় মোদী সরকারের টিকা উৎসব 
  • কোন চার কৌশেল বাজিতামের পরিকল্পনা 

দেশ জুড়ে টিকা উৎসব। একের পর এক রাজ্যের পরিস্থিতি ঠিক যেভাবে খারাপ হচ্ছে, তাতে বলাই চলে যে দ্রত সকলের টিকাকরণ ও লকডাউনের পথে না হাঁটলে চরম বিপত্তি। আংশিক লকডাউনে ইতিমধ্যেই চলে গিয়েছে একাধিক রাজ্য। তবে সকলের টিকাকরণ নিয়ে টিকা উৎসব পালনের ঘোষণা করেছেন মোদী। তাঁর কথায় এই উৎসবে সামিল হয়ে এক যোগে মোকাবিলা করতে হবে মারণ ভাইরাসের সঙ্গে। 

Latest Videos

 

আরও পড়ুন- করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দৈনিক পরিসংখ্যন আকাশ ছোঁয়া, সেই সময়ই দেশে শুরু 'টিকা উৎসব 

আর এই ল়ড়াইয়ের অস্তর করতে চলেছেন মোদী সরকার চার কৌশলকে, তাঁর মতে এই চার কৌশলই সফল করে তুলবে এই উৎসবকে- 

১. সকলকে টিকা করণ করতে হবে- টিকা সকলের জন্য সমান প্রয়োজন। তাই সকলকে নিতে হবে করোনা ভাইরাসের টিকা। 

২. প্রতিটা মানুষকেই সচেতন হতে হবে- একজন ব্যক্তিও যদি অবহেলা করে, তাহলে তা ভয়ানক রূপ ধারণ করবে সকলের জন্য। তাই সকলকে সতর্ক হতে হবে। 

৩. প্রতিটা মানুষকে সুরক্ষিত থাকতে হবে- প্রতিটা মানুষের সুরক্ষার প্রয়োজন রয়েছে। তাই প্রতিটা মানুষকে সুরক্ষিত থাকতে এই কঠিন সময়। 

৪. ছোট ছোট কমিউনিটি শক্তি- কোনও কমিউনিটি বা বাড়িতে যদি একটাও করোনা পজিটিভ হয়, তবে ওই বাড়ি বা কমিউনিটিকে ছোট একটা কোয়ারেন্টাইনে পরিণত করতে হবে। 

এই চার লক্ষ্যেই সম্ভব আবারও স্বাভাবিক অবস্থায় পরিস্থিতি ফিরিয়ে আনা। নয়তো দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দ্রুত জটিল হয়ে উঠবে। 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today