'আপনারা রাজপথে পা রাখলে, প্রতিটি দেশবাসী উৎসাহে ভরে যাবে', প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণকারীদের বার্তা মোদীর

  • দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান
  • বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন কলাকুশলীরা
  • তাঁদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী মোদী
  • অংশগ্রহণকারীদের কী বার্তা প্রধানমন্ত্রীর?

Asianet News Bangla | Published : Jan 24, 2021 1:59 PM IST / Updated: Jan 24 2021, 08:41 PM IST

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অংশ নেবেন এনসিসি, এনএসএস সহ নানান কলাকুশলীরা। প্রজাতন্ত্র দিবসে ওই অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের মহান সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী সঙ্গে দেশের কৌশলগত শক্তিকে শ্রদ্ধা জানাই, বললেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-জঙ্গিদের তালিকায় রাজ্যের ৫ স্টেশন, প্রজাতন্ত্র দিবসের আগে হামলার আশঙ্কায় জোর তল্লাশি

প্রজাতন্ত্রের দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, '''অনেক কিছুই পরিবর্তন করেছে করোনাভাইরাস। মাস্ক, করোনা পরীক্ষা, সামাজিক দূরত্ব বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এতকিছুর মধ্যেও আপনার উৎসাহ ও আপনাদের উৎসাহের কোনও অভাব নেই''। 

আরও পড়ুন-'ইঞ্চিতে-ইঞ্চিতে বুঝে নেব', বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে নতুন করে সাড়া ফেললেন অভিষেক

তিনি আরও বলেন, আপনা যখন উদ্যোগ নিয়ে রাজপথে পা রাখবেন, ''প্রত্যেক দেশবাসী নিজেদের উৎসাহিত করবে। আপনারা যখন ভারতের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য ঝলক দেখাবেন। তখন প্রত্যেক দেশবাসীর মাথা উঁচু করে গর্ব অনুভব করবে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানাবে''।     

Share this article
click me!