মাকে শেষ বিদায় জানাতে গুজরাটে প্রধানমন্ত্রী মোদী, ভার্চুয়ালি যোগ দেবেন কলকাতার অনুষ্ঠানে

মাকে শেষ বিদায় জানাতে গুজরাট পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভোররাতে প্রয়াত হন হীরেবেন। কলকাতার অনুষ্ঠান এখনও বাতিল করা হয়নি। সূত্রের খবর মোদী যোগ দিতে পারেন ভার্চুয়ালি।

 

আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। দিন কয়েক আগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন মায়ের মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। তারপরই তিনি দিল্লি ছেড়ে অহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে প্রধানমন্ত্রী সকাল ৮টার আগেই গুজরাট পৌঁছে গেছেন।অন্যদিকে এদিন তাঁর এই রাজ্যে সফরে আসার কথা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন আর ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা ছিল মোদীর। সূত্রের খবর এই রাজ্যের কোনও প্রকল্পের কাজ থেমে থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সবকাজই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানগুলিতে যোগ দিতে পারেন।

এদিন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অব করার কথা। এছাড়াও একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের কথা। এদিনই তাঁর নমামি গঙ্গার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি প্রকল্প ও জাতীয় গঙ্গা কাউন্সিলের দ্বিতীয় বৈঠকের সভাপতিত্ব করার কথা রয়েছে। সূত্রের খবর নির্ধারিত সূচি অনুযায়ী সমস্ত কাজই হবে। তিনি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে গুজরাট থেকে অনুষ্ঠানগুলিতে যোগদান করবেন বলে জানিয়েছেন একটি সূত্র।

Latest Videos

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাঁর মা হীরাবেন মোদীর সঙ্গে নিবীড় যোগাযোগ রেখতেন। যে কোনও বিশেষ দিনে তিনি গুজরায়ের রায়সানে গিয়ে দেখা করতেন। সেখানেই মোদীর ছোটভাইয়ের সঙ্গে থাকতেন তাঁর মা। গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও মোদী দেখা করেছিলেন তাঁর মায়ের সঙ্গে। বুধবার অসুস্থতার কারণে হীরাবেন মোদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের পক্ষ থেকে জানান হয়েছে শুক্রবার ভোররাত ৩টো ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরবেন মোদী। তবে কী কারণে হীরাবেনের মৃত্যু তা এখনও স্পষ্ট করে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবারই এই রাজ্যে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সূত্রের খবর তিনি ৭৮০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ও উদ্বোধন করবেন। কলকাতায় জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকের সভাপতিত্ব করবেন। একই সঙ্গে শুক্রবারই প্রধানমন্ত্রী মোদী এই রাজ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাবে ট্রেনটি। কলকাতা মেট্রোর পার্পল লাইনের জোকা-মেট্রো-তারাতলা স্ট্রেচ উদ্বোধন করবেন। তিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়- ন্যাশানাল ইনস্টিটিউড অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন উদ্বোধন করবেন।

আরও পড়ুনঃ

মা হীরবেন মোদীকে বিদায় জানাতে দিল্লি থেকে গুজরাটের উদ্দেশ্যে যাত্রা মোদীর, কলকাতার কর্মসূচি বাতিল হচ্ছে না

প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী, মায়ের মৃত্যু সংবাদ টুইট করেন ছেলে

রাহুল গান্ধী নিজেই নিরাপত্তা নির্দেশিকা 'তোয়াক্কা' করেন না, কংগ্রেসের চিঠির পর অভিযোগ আমলার

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury