সংক্ষিপ্ত
রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস। তখনই নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি আমলার অভিযোগ রাহুল গান্ধী নিজেই নিরাপত্তা বিধি বা নির্দেশিকা মানেন না। একাধিকবার নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করেছেন কংগ্রেসে নেতা।
একবার নয় বারবার নিরাপত্তা বিধি লঙ্ঘন বা নিরাপত্ত প্রোটোকল লঙ্ঘন করছেন রাহুল গান্ধী। কংগ্রেস নেতার জন্য নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজান হয়েছিল। কিন্তু তিনি নিজেই তা বারবার লঙ্ঘন করছনে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের এক কর্মকর্তা এমনই অভিযোগ করেন। জাতীয় রাজধানীতে 'ভারত জোড়ো যাত্রা'চলাকালীন কংগ্রেস নিরাপত্তা লঙ্ঘন করার অভিযোগ তোলার পরই কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা এই অভিযোগ করেছেন।
বুধবার কংগ্রেস স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে দিল্লিতে যাত্রা চলাকালীন রাহুল গান্ধী ও মিছিলে অংশগ্রহণকারী বাকি সদস্যদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে একটি চিঠি লিখেছিল। মিছিল যাতে শান্তিপূর্ণ হয় তারও দাবি জানিয়েছে কংগ্রেস। এই চিঠির পরেই কংগ্রেসের তোলা অভিযোগগুলি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মকর্তা জানিয়েছে,যে ব্য়ক্তিকে সুরক্ষা প্রদান করা হবে সেই ব্যক্তি যখন নিজে সুরক্ষা বলয়ে থাকবেন, সুরক্ষা সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা পালন করবেন তখনই তাঁকে সুরক্ষা প্রদান করা সম্ভব। কিন্তু রাহুল গান্ধী একাধিকবার নির্ধারিত সুরক্ষাবিধি লঙ্ঘন করছেন। আর এই সত্যটি এবার তাঁকে জানানোর প্রয়োজন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় আমলা আরও জানিয়েছেন ২০২০ সাল থেকে এপর্যন্ত রাহুল গান্ধী ১১৩বার সুরক্ষাবিধি লঙ্ঘন করেছেন। যা নিয়ে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। যদিও এই কর্মকর্তা আরও জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রার সময় দিল্লিতে রাহুল গান্ধী নিরাপত্তা নির্দেশিকা লঙ্ঘন করেছেন। তারপরেও তাঁকে সিআরপিএফ, জেডপ্লাস নিরাপত্তা ও অভ্যন্তরীণ কর্ডন সরবরাহ করা হবে। দিল্লিতে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
কংগ্রেস নেতা বেনুগোপাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে জানিয়েছেন দেশকে ঐক্যবদ্ধ করার জন্য রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন। আর এই যাত্রার কেন্দ্রীয় সরকার যেন কোনও প্রতিহিংসামূলক রাজনীতি না করে। কেন্দ্রীয় সরকারের উচিৎ রাহুল গান্ধী ও মিছিলে অংশগ্রহণকারী প্রতিটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। তিনি আরও বলেছেন, বেআইনিভাবে এই যাত্রায় দুর্বৃত্তরা ঢুকে সমস্যা তৈরি করতে পারে। হরিয়ানার প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। বলেছেন, এই রাজ্যে পুলিশ প্রশাসন মিছিলে অংশগ্রহকারীদের নানাভাবে হেনস্থা করেছে। জিজ্ঞাসাবাদ করে তাদের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। শনিবার দিল্লিতে প্রবেশ করে ভারত জো়ড়ো যাত্রা। তারপরই রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয় নিয়ে নানাভাবে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস।
আরও পড়ুনঃ
নতুনভাবে সেজে উঠবে নিউ জলপাইগুড়ি স্টেশন, জানুন কী কী সুবিধে থাকবে এখানে
বন্দে ভারত থেকে জোকা মেট্রো- শুক্রবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
Coronavirus: কোভিড আক্রান্ত আর্জেন্টিনার পর্যটক 'গায়েব', সোমবারই তাজমহল দেখেছিলেন তিনি