করোনা মোকাবিলায় সাহায্য় করতে প্রস্তুত ভারত, চিনা প্রেসিডেন্টকে চিঠি মোদীর

  • চিনে ভয়াবহ আকার নিয়েছে করোনা ভাইরাস
  • বিপর্যয় মোকাবিলায় সাহায্যে তৈরি ভারত
  • চিঠি দিয়ে চিনা প্রেসিডেন্ট-কে জানালেন নরেন্দ্র মোদী

debamoy ghosh | Published : Feb 9, 2020 4:11 PM IST

করোনাভাইরাস-এর জেরে তৈরি হওয়া বিপর্যয়ে চিনের পাশে দাঁড়াল ভারত। চিনা প্রেসিডেন্ট জি জিংপিং- কে চিঠি লিখে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি সাহায্যের প্রস্তাব দিলেন। মারণ ভাইরাসের সংক্রমণ আটকাতে  ভারত চিনকে সাহায্য করতে প্রস্তুত বলে চিঠিতে প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। 

সংবাদসংস্থার খবর অনুযায়ী, চিনা প্রেসিডেন্ট-কে লেখা চিঠিতে করোনা ভাইরাস-এর জেরে উদ্ভূত পরিস্থিতিতে পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। একই সঙ্গে সেদেশের নাগরিকদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি। 

মারণ ভাইরাসের সংক্রমণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের মৃত্যুতে শোকজ্ঞাপন করা ছাড়াও সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সবরকম সাহায্য চিনকে দিতে ভারত তৈরি বলে লিখেছেন নরেন্দ্র মোদী। 

করোনা ভাইরাস-এর আক্রমণে ইতিমধ্যেই চিনে অন্তত ৮১১ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। 

চিনের হুবেই প্রদেশ থেকেই করোনা ভাইরাস-এর সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। সেখান থেকে সাড়ে ছ'শো ভারতীয়কে উদ্ধার করে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। ভারতীয়দের উদ্ধার করতে চিনা প্রশাসন সাহায্য করায় চিঠিতে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোদী। 

Share this article
click me!