Rameshwaram Cafe: রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে জড়িত ব্যক্তির সন্ধানে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা এনআইএ-র

Published : Mar 06, 2024, 04:21 PM ISTUpdated : Mar 06, 2024, 05:23 PM IST
rameshwaram cafe

সংক্ষিপ্ত

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্তভার হাতে নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করার জন্য সাধারণ মানুষের সাহায্য চাইল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে ব্যাগ নিয়ে রামেশ্বরম ক্যাফেতে যেতে দেখা গিয়েছিল, তার সন্ধান দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই ব্যক্তি সম্পর্কে কোনওরকম তথ্য জানা থাকলে হটলাইন নাম্বার ০৮০২৯৫১০৯০০ বা ৮৯০৪২৪১১০০-এ যোগাযোগ করতে বলা হয়েছে। বুধবার এনআইএ-র পক্ষ থেকে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তর ছবি প্রকাশ করা হয়েছে। যদি কেউ এই ব্যক্তির সন্ধান দিতে পারেন, তাহলে তাঁর নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে এনআইএ। সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে বলে আশা করছেন তদন্তকারীরা। দ্রুত এই মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে আইএস যোগ?

সোমবার রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ। এই ঘটনার সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের যোগ আছে কি না সেটা খতিয়ে দেখছে এনআইএ। এই ঘটনার গুরুত্ব বুঝে এনআইএ-কে তদন্তভার নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পরেই তদন্ত শুরু করে বেঙ্গালুরু পুলিশ। এই তদন্তে সাহায্য করছিল এনআইএ। তবে সোমবার থেকে তদন্তভার নিয়েছে এনআইএ। এ প্রসঙ্গে এনআইএ-র নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিসার জানিয়েছেন, ‘গত কয়েক বছরে কোয়েম্বাটোর ও ম্যাঙ্গালুরুতে একই ধরনের বিস্ফোরণ ঘটেছে। এই কারণে আমরা তদন্তে সব দিক খতিয়ে দেখছি। এই বিস্ফোরণের সঙ্গে আইএস-এর যোগ আছে কি না সেটাও খতিয়ে দেখছি আমরা।’

 

 

এনআইএ তদন্তে আপত্তি নেই কর্ণাটক সরকারের

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, 'এই ঘটনার গুরুত্বকে খাটো করতে নারাজ রাজ্য সরকার। নাগরিকদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখনও অপরাধী ধরা পড়েনি। এনআইএ তদন্ত প্রয়োজন।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Bengaluru Blast: হাতে বোমার ব্যাগ নিয়ে রামেশ্বরম ক্যাফেতে যাচ্ছে অভিযুক্ত, স্পষ্ট সিসিটিভি ফুটেজ

জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় জোরালো ল্যান্ডমাইন বিস্ফোরণ, শহিদ ১ সেনা জওয়ান, আহত ৩

কেরলের বোমা বিস্ফোরণ ঘটনার দায় স্বীকার করে আত্মসমর্পণ এক ব্যক্তির, শুরু হল জিজ্ঞাসাবাদ

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব