সংসদে মোদীর জবাবি ভাষণ বিকেল ৪টে, রণকৌশল ঠিক করতে রাজনাথদের সঙ্গে দীর্ঘ বৈঠক প্রধানমন্ত্রীর

সংসদে কেন্দ্র সরকারের পদক্ষেপ নিয়ে রাজনাথ সিং, প্রহ্লাদ জোশী, পীযূষ গোয়াল, অর্জুন মেঘাওয়ালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সেই বৈঠকের আলোচনার বিষয় কিছুই প্রকাশ করেননি বিজেপি।No Confidence Motion PM Modi will address at Parliament at 4 pm Thursday

 

বৃহস্পতিবার বিকেল ৪টের সময় অনাস্থা প্রস্তাব বিতর্কে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোস্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তেমনই জানিয়েছেন তিনি। তবে তার আগে কেন্দ্রীয় মন্ত্রীদের একটি প্রতিনিধি দলে সঙ্গে বৈঠক করেন তিনি। সংসদে কেন্দ্র সরকারের পদক্ষেপ নিয়ে রাজনাথ সিং, প্রহ্লাদ জোশী, পীযূষ গোয়াল, অর্জুন মেঘাওয়ালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সেই বৈঠকের আলোচনার বিষয় কিছুই প্রকাশ করেননি বিজেপি। অনাস্থা প্রস্তাব বিতর্কের শুরুর দিনও প্রধানমন্ত্রী দলের সাংসদদের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রধানমন্ত্রী বাদল অধিবেশনের শুরুর দিন সংসদে উপস্থিত ছিলেন। সংসদে ঢোকার মুখেই প্রধানমন্ত্রী মণিপুরে মহিলাদের বিবস্ত্রকরে রাস্তা দিয়ে হাঁটানোর তীব্র সমালোচনা করেন। মাত্র ৩৬ সেকেন্ড কথা বলেন। তারপর আর এই বিষয় নিয়ে কিছুই বলেলননি।

অন্যদিকে এদিন বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যরাও একটি বৈঠক করে। তারাও তাদের রণকৌশল ঠিক করে। সংসদ শুরুর পর থেকেই তুমুল হৈহট্টোগোল শুরু করে দেয় বিরোধীরা। তিনি বেলা ১২টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় সংসদের অধিবেশন। বিরোধীরা ইন্ডিয়ার পোস্টার নিয়ে সংসদে বিক্ষোভ দেখাতে থাকে। এদিন প্রথম দিকেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অনাস্থা প্রস্তাব বিতর্কে অংশ নেওয়ার কথা।

Latest Videos

Pakistan: কোন পথে পাকিস্তানের রাজনীতি? ইমরান জেলে যেতেই জাতীয় সংসদ ভেঙে দিয়ে ভোটের পথে পাক সরকার

এদিন অনাস্থা প্রস্তাব বিকর্তে বলতে উঠেই নির্মলা পূর্বতন ইউপিএ সরকারকে নিশানা করেন। তিনি মরগান স্ট্যানলি রিপোর্টের কথা তুলে ধরেন। বলেন, ভারতীয় অর্থনীতি যে এগিয়ে যাচ্ছে তারও প্রমাণ এই রিপোর্ট। তিমি আরও বলেন কোভিড সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের নীতির কারণে দেশের অর্থনীতিতে তুলনামূলক অগ্রগতি হয়েছে। তিনি বলেন বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশ হল ভারত। পূর্বতন ইউপিএ সরকারকে কটাক্ষ করে নির্মালা বলেন আগের সরকার প্রতিশ্রুতি দিত। বর্তমান সরকার প্রতিশ্রুত পুরণ করতে পারে। সেই ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় সরকারের।

Parliament News: অনাস্থা প্রস্তাব বিতর্কে আজ সংসদে জবাবি ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

সংসদে অনাস্থা প্রস্তাব পেশ করেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদীর মৌতব্রত ভাঙতের সংসদে অনাস্থ প্রস্তাব আনতে বাধ্য হয়েছে কংগ্রেস। অনাস্থা প্রস্তাব আনার সময় এমনটাই বলেছেন কংগ্রেস নেতা গৌরব গগৌ। প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছিল করেছিল বিরোধীরা। বিরোধীদের দাবি মেনে আর বাদল অধিবেশনের তীব্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে এদিন সংসদে জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Parliament News: অনাস্থা প্রস্তাব বিতর্কের সেরা ১০টি পয়েন্ট, কবে বক্তব্য রাখবেন মোদী আর রাহুল

যদিও ভোটাভুটিতে সরকার পড়ে যাওয়ার আশঙ্কা নেই। এই প্রসঙ্গে বলে রাখা ভাল সংসদে এনডিএ-এর জোটের ৩৩১ জন সাংসদ রয়েছে। বিজেপি সাংসদের সংখ্যা ৩০৩। অন্যদিকে বিরোধী ইন্ডিয়ার সংসদ সংখ্যা মাত্র ১৪৪। কংগ্রেস বিজেপি কোনও জোটে নেই এমন সাংসদের সংখ্যা ৭০। যার মধ্যে অধিকাংশই বিজেপিকে সমর্থন করবে বলে সূত্রের খবর। যদিও এই নিয়ে দ্বিতীয়বার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার কারণে ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। সেই সময়ও তারা পরিজিত হয়েছিল।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today