Parliament News: অনাস্থা প্রস্তাব বিতর্কে আজ সংসদে জবাবি ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদীর মৌতব্রত ভাঙতের সংসদে অনাস্থ প্রস্তাব আনতে বাধ্য হয়েছে কংগ্রেস। অনাস্থা প্রস্তাব আনার সময় এমনটাই বলেছেন কংগ্রেস নেতা গৌরব গগৌ।

 

আজ, বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাবের জবাব দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বৃহস্পতিবার সংসদে জবাবি ভাষণ দেওয়ার জন্য নরেন্দ্র মোদী উপস্থিত থাকবে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের জবাব দিতে সংসদের নিম্নকক্ষে উপস্থিত থাকবেন।' বুধবার লোকসভার অধিবেশন মুলতবি হওয়ার আগেই এই কথা জানিয়েছেন।

প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদীর মৌতব্রত ভাঙতের সংসদে অনাস্থ প্রস্তাব আনতে বাধ্য হয়েছে কংগ্রেস। অনাস্থা প্রস্তাব আনার সময় এমনটাই বলেছেন কংগ্রেস নেতা গৌরব গগৌ। অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিতে সরকার পড়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। কারণ লোকসভায় একক সংখ্যাগরিষ্ট দল বিজেপি। অন্যদিকে কংগ্রেস এখনও তেমনভাবে সব বিরোধীদের একজোট করতে পারেনি। ওড়িশার বিজু জনতা দল কংগ্রেসের সঙ্গে থাকবে না বলে আগেই জানিয়ে দিয়েছে।

Latest Videos

বিশ্বকাপের প্রস্তুতির মাঝেই গভীর রাতে ইডেনের সাজঘরে আগুন, ৪০ মিনিট ধরে জ্বলল সাজঘরের সামগ্রী

এই প্রসঙ্গে বলে রাখাভাল সংসদে এনডিএ-এর জোটের ৩৩১ জন সাংসদ রয়েছে। বিজেপি সাংসদের সংখ্যা ৩০৩। অন্যদিকে বিরোধী ইন্ডিয়ার সংসদ সংখ্যা মাত্র ১৪৪। জোটবদ্ধ দলগুলির সাংসদ সংখ্যা ৭০। যদিও এই নিয়ে দ্বিতীয়বার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্র প্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার কারণে ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে আনাস্থা প্রস্তাব আনে কংগ্রেস। সেই সময়ও তারা পরিজিত হয়েছিল।

Parliament News: অনাস্থা প্রস্তাব বিতর্কের সেরা ১০টি পয়েন্ট, কবে বক্তব্য রাখবেন মোদী আর রাহুল

বিরোধীরা ২৬ জুলাই মোদী সরকারের ওপর অনাস্থা প্রস্তাব আনে। যা স্পিকার ওম বিড়লা গ্রহণ করেছিলেন। যদিও আগেই বিরোধীদের মণিপুর ইস্যুতে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছিল সংসদে। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর বিবৃতিও দাবি করেছিল। কিন্তু সরকারপক্ষ প্রথমে তা মানতে রাজি ছিল না। বিরোধীদের হয়ে মঙ্গলবার সংসদে অনাস্থা প্রস্তাব আনেন কংগ্রেস নেতা গৌরব গগৈ।

Independence day 2023: স্বাধীনতা দিবসের মোদীর ভাষণ শুনতে লালকেল্লায় মার্কিন আইনপ্রণেতাদের বিশেষ দল

সূত্রের খবর এদিন জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবারতন্ত্র, বিরোধীদের দূর্নীতি, গান্ধী পরিবার-সহ একাধিক ইস্যুতে সরব হতে পারেন। আপাশাপাশি তীব্র কটাক্ষ করতে পারেন বিরোধী জোট ইন্ডিয়াকে। কারণ ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর থেকেই বিরোধীদের তিনি নিশানা করে যাচ্ছে। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও তাঁর নিশানায় রয়েছে ইন্ডিয়া জোট। অনাস্থা প্রস্তাব বিতর্কের প্রথম বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছিলেন প্রধানমন্ত্রী বলেছেন এটা বিরোধীদের অনাস্থা প্রস্তাব নয়, বিরোধীদের আস্তা ভোট। কারণ কংগ্রেস দেখতে চায় তাদের পক্ষে কোন কোনও রাজনৈতিক দলগুলি রয়েছে। প্রধানমন্ত্রীর আগেই অমিত শাহ থেকে শুরু করে বিজেপির একাধিক সাংসদ রাহুল গান্ধী -সহ কংগ্রেসকে নিশানা করেছেন।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik