যুদ্ধের আঁচে দেশে ২০০ টাকা ছাড়াতে পারে পেট্রল ডিজেলের দাম, রইল আজকের তেলের দর

Published : Mar 08, 2022, 10:53 AM ISTUpdated : Mar 08, 2022, 11:08 AM IST
যুদ্ধের আঁচে দেশে ২০০ টাকা ছাড়াতে পারে পেট্রল ডিজেলের দাম, রইল আজকের তেলের দর

সংক্ষিপ্ত

ইউরোপে গ্যাস সরবরাহকারী রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ফলে এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে ভারতের পেট্রল ডিজেলের দামের ওপর। 

আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম ২০০৮ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং এটি ব্যারেল প্রতি ৩০০ মার্কিন ডলার পর্যন্ত যেতে পারে বলে অনুমান। রাশিয়ার তরফ থেকে ইতিমধ্যেই পশ্চিমী দেশগুলোকে হুমকি দেওয়া হয়েছে যে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি সরবরাহ কমিয়ে দিলে অপরিশোধিত তেলের দাম ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও ইউরোপে গ্যাস সরবরাহকারী রাশিয়া-জার্মানি গ্যাস পাইপলাইন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ফলে এর প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে ভারতের পেট্রল ডিজেলের দামের ওপর। 

পেট্রোলের দাম লিটারে ২০০ টাকা ছুঁতে পারে

আন্তর্জাতিকভাবে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩০০ ডলারে পৌঁছালে দেশে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২০০ টাকায় পৌঁছতে পারে। গত বছরের নভেম্বরের শুরুতে যখন পেট্রোল এবং ডিজেলের দাম শেষবার পরিবর্তন করা হয়েছিল, তখন গড় অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৮১.৫ ডলার। দিল্লিতে বর্তমানে পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৬.৬৭ টাকা।

অপরিশোধিত তেলের দামে আগুন লেগেছে। বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের হারে রেকর্ড ভাঙা বৃদ্ধি মধ্যবিত্ত ভারতের পকেট পোড়াতে পারে। এখনও পেট্রল ডিজেলের দাম না বাড়লেও, খুব তাড়াতাড়ি তা বাড়তে চলেছে এমন আশঙ্কা করা হচ্ছে। ভারতে চলছে ভোট। ফলে রাজনৈতিক কারণেই পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে খুব তাড়াতাড়ি, মূল্যস্ফীতির বড় ধাক্কা খেতে চলেছে দেশবাসী। চলুন জেনে নেওয়া যাক, কলকাতা (Kolkata) সহ দেশের চার শহরের (Metro Cities) পেট্রোল এবং ডিজেলের দাম (Oil Price Today)।

কান্দাহার বিমান ছিনতাইয়ের মাস্টারমাইন্ড জহুর মিস্ত্রি আসলে কে ছিল

রাজধানীতে পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছে দিল্লি সরকার। তাই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা কমছে। আইওসিএল-র ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা। ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। গতকালও একই দামে কিনতে হচ্ছিল পেট্রোল ডিজেল। 

ফের ফিরছে গেরুয়া নাকি কামাল দেখাবে কংগ্রেস, পাঁচ রাজ্যের এক্সিট পোল এক নজরে

আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা। এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। কলকাতার পাশপাশি দেশের বাকি তিন শহরেও এদিন জ্বালানির দাম বাড়েনি। নতুন করে কলকাতায় পেট্রল ডিজেলের দাম বাড়ানো হয়নি। 

যুদ্ধের আঁচ এবার ভারতে, ভোট মিটতেই চড়চড়িয়ে বাড়ছে জ্বালানীর দাম

মুম্বইতে পেট্রোলের দাম ১০৯.৯৮টাকা, ডিজেলের দাম ৯৪.১৪ টাকা। গতকালও একই দামে পেট্রোল ডিজেল কিনতে হয়েছে ক্রেতাদের। দেশের মধ্যে প্রথমবার মুম্বইতে ১০০ ছুঁয়েছিল লিটার প্রতি পেট্রোলের দাম। 

চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম ১০১.৪০ টাকা, ডিজেলের দাম ৯১.৪৩ টাকা। গতকালও এই দামই ধার্য করা হয়েছিল। 

গুরগাঁওতে লিটার প্রতি পেট্রলের দাম ৯৫.৯০ টাকা, ডিজেলের দাম ৮৭.১১ টাকা। গতকালও এই দামই ধার্য করা হয়েছিল। 

ভুবনেশ্বরে লিটার প্রতি পেট্রলের দাম ১০১.৮১ টাকা, ডিজেলের দাম ৯১.৬২ টাকা। 

PREV
click me!

Recommended Stories

জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত
Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!