নৈশক্লাবের মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ গোয়া সরকার

Published : Dec 11, 2025, 08:24 AM IST

Goa Night Club Fire: গোয়ায় নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ক্লাবের মালিক দুই ভাইকে গ্রেফতারের জন্য এবার কেন্দ্রের দ্বারস্থ গোয়া সরকার। কী দাবি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
নৈশক্লাবের দুই মালিকের গ্রেফতারের দাবি

গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় এবার ওই নৈশক্লাবের মালিক তথা দুই ভাই সৌরভ ও গৌরব লুথরাকে গ্রেফতারের জন্য কেন্দ্রের দ্বারস্থ প্রমোদ সায়ন্ত সরকার। সূত্রের খবর, নাইটক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটক সহ প্রাণ হারিয়েছেন মোট ২৫ জন। ঘটনার পর থেকেই বেপাত্তা অগ্নিকাণ্ডের শিকার হওয়া ক্লাবের দুই ভাই তথা মালিক সৌরভ ও গৌরব লুথরা। এবার তাদের ধরতে লুকআউট কর্ণার নোটিশ জারির কথা জানালো গোয়ার বিজেপি শাসিত সরকার। 

25
কোথায় রয়েছেন সংস্থার দুই মালিক

গোয়া সরকার ও পুলিশ সূত্রে খবর, নৈশক্লাবের ওই দুই ভাই বর্তমানে তাইল্যান্ডে রয়েছেন। গ্রেফতারির ভয়তে তারা তাইল্যান্ডে পালিয়ে গিয়েছেন। এমনকি দেশে ফিরলে যাতে তাদের গ্রেফতার না করা হয় এরজন্য আইনজীবী মারফত আগাম জামিনের আবেদনও জানিয়েছেন তারা। যদিও দিল্লি আদালত সূত্রে খবর, অভিযুক্তদের আগাম জামিন এখনই মঞ্জুর করা সম্ভব হচ্ছে না। এবং বৃহস্পতিবার রয়েছে এই সংক্রান্ত মামলার শুনানি। 

35
ব্লু কর্নার নোটিস জারি

সূত্রের খবর, নৈশক্লাবের মালিক সৌরভ-গৌরবের বিরুদ্ধে ইতিমধ্যে ব্লু কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোল। এমনকি তাদের পাসপোর্ট বাতিল করে দেওয়ার আবেদন জানিয়ে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে গোয়া সরকার। বুধবার দিল্লির আদালত গোয়া কর্তৃপক্ষের কাছ থেকে লুথরা ভাইদের অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে চেয়েছে। শুনানির পর বৃহস্পতিবার আদালত সিদ্ধান্ত জানাতে পারে। মোট চার সপ্তাহের আগাম জামিন চেয়েছিলেন লুথরা ভাইরা বলে জানা গিয়েছে। 

45
ঠিক কী অভিযোগ উঠেছে?

পুলিশ সূত্রে খবর, উত্তর গোয়ার বার্চ বাই রোমিয়ো লেন নৈশক্লাবের মালিকানা মোট চার ভাগে বিভক্ত। লুথরারা ছাড়াও ওই ক্লাবের মালিক অজয় গুপ্ত এবং সুরেন্দ্র কুমার খোসলা। অগ্নিকাণ্ডের পরে অজয়ও আত্মগোপন করেছিলেন। কিন্তু তাঁকে দিল্লি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। বুধবার অজয়কে আদালতে তোলা হলে গোয়া পুলিশের আবেদনে সাড়া দিয়ে বিচারক ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া সুরেন্দ্রের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। সুরেন্দ্র ব্রিটিশ নাগরিক বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে এখনও অধরা দুই ভাই সৌরভ-গৌরব। 

55
ঠিক কী ঘটেছিল গোয়ার নাইটক্লাবে

জানা গিয়েছে, গত ৬ ডিসেম্বর গভীর রাতে উত্তর গোয়ার বার্চ বাই রোমিয়ো লেন নৈশক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়। কী ভাবে আগুন লাগল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। আগুন লাগার দু’টি কারণ উঠে এসেছে। এক, ওই ক্লাবে বেসমেন্টে রেস্তরাঁয় প্রথমে আগুন লাগে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে ক্লাবের অন্যত্র। এ ছাড়াও, আগুন লাগার আরও একটি সম্ভাব্য কারণের কথা বলা হচ্ছে। ক্লাবে মধ্যরাতে যখন নাচ চলছিল, তখন কর্মীরা কিছু আতশবাজি পোড়ান। তা থেকেই আগুন ছড়ায়। আর এই ঘটনার পর থেকেই বেপাত্তা ওই নৈশক্লাবের অন্যতম মালিক দুই ভাই। 

Read more Photos on
click me!

Recommended Stories