আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে অপরিশোধিত তেলের, দেশীয় বাজারেও প্রভাব পড়বে এই মূল্যবৃদ্ধির? জানুন আজ কলকাতার দর

ভারতে শেষবারের মত জ্বালানীর দামে পরিবর্তন হয়েছিল মে মাসে। তারপর থেকে টানা অপরিবর্তনীয় পেট্রল ডিজেলের দাম। এবার কি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রভাব পড়বে দেশীয় বাজারে?

বিশ্ববাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। গত কয়েকদিন ধরেও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমূখী অপরিশোধিত তেলের দাম। অন্যদিকে প্রায় ছ'মাসের কাছাকাছি দেশীয় বাজারে অপরিবর্তীত জ্বালানীর দাম। ভারতে শেষবারের মত জ্বালানীর দামে পরিবর্তন হয়েছিল মে মাসে। তারপর থেকে টানা অপরিবর্তনীয় পেট্রল ডিজেলের দাম। এবার কি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার প্রভাব পড়বে দেশীয় বাজারে? পরিসংখ্যান অনুযায়ী ব্রেন্ট ক্রুড বিশ্ব বাজারে বিকোচ্ছে ব্যারেল প্রতি ৮৩.৯২ ডলারে। ডাব্লুটিআই ক্রুড ব্যারেল প্রতি ৮০.৪২-এর উপরে। অন্যদিকে বছরের শেষ সপ্তাহের দ্বিতীয় দিনেও কোন পরিবর্তন নেই পেট্রল ডিজেলের দামে। দেশের চার মহানগরীতেই জ্বালানির দামে কোনও পরিবর্তন নেই। কলকাতায় আজ পেট্রলের দাম দাঁড়াল লিটার প্রতি ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ৯২.৭৬ টাকা। দিল্লিতে পেট্রলের দাম ৯৬.৭২ টাকা ও ডিজেলের দাম ৮৯.৬২ টাকা। মুম্বইয়ে পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৭ টাকা। চেন্নাইয়ে পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০২.৬৩ টাকায় এবং ডিজেলের লিটার প্রতি ৯৪. ২৪ টাকা।

এছাড়া দেশের অন্যান্য শহরেও অপরিবর্তীত পেট্রল ডিজেলের দাম। নয়ডা, লখনউ ও গাজিয়াবাদে আজ ৯০ টাকার ঘরে পেট্রল ও ডিজেলের দাম। পাটনায় পেট্রল প্রতি লিটার ১০৭.২৪ টাকা, ডিজেল প্রতি লিটার ৯৪.০৪ টাকা। নয়ডায় দাম প্রতি লিটার পেট্রল ৯৭ টাকা, ডিজেল প্রতি লিটার ৯০.১৪ টাকা। লখনউয়ে পেট্রল ডিজেলের দাম যথাক্রমে লিটার প্রতি ৯৬.৬২ টাকা ও ৮৯.৮১ টাকা। গাজিয়াবাদে পেট্রলের দাম লিটার প্রতি ৯৬.৫৮ টাকা ও ডিজেল লিটার প্রতি ৮৯.৭৫ টাকা।

Latest Videos

আরও পড়ুন - 

ফের একলাফে উর্ধ্বমুখী সোনার দাম, রূপোর দাম কোথায় ঠেকল, জানুন কলকাতার দর

ফের দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি, ফুল ক্রিম ও টোনড দুধের জন্য কত টাকা দিতে হবে, জেনে নিন

শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত, পাঁচ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে দিল্লিতে ভোরের তাপমাত্রা

Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |