৪ দিনের ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী মোদীর, ১০ হাজারের বেশি পথ অতিক্রম করছেন তিনি

ত্রিপুরা থেকে মুম্বই, দিল্লি থেকে বেঙ্গালুরু- চার দিনের ব্যস্ত কর্মসূচি মোদীর। যারমধ্যে রয়েছে জনসভা আর উন্নয়নমূলক কর্মসূচি।

 

চার দিনের ব্যস্ত কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তিনি ১০টি জনসভায় ভাষণ দিয়েছেন। আগরতলা থেকে মুম্বই, লখনউ থেকে বেঙ্গালুরু দেশের চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন। অর্থাৎ দেশের চারটি কোনায় পা পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

১০ ফেব্রিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে দিল্লি থেকে লখনউতে যান। উত্তর প্রদেশের গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এর উদ্বোধন করেন। তারপর সেখান থেকেই তিনি মুম্বই যান। সেখানে বন্দে ভারতের দুটি ট্রেন উদ্বোধন করেন। তিনি শহরের আলজামেয়া-তুস-সাইফিয়াহ-এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করেন, তারপরে তিনি দিল্লিতে ফিরে আসেন। তিনি দিনে মোট ২৭০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছিলেন।

Latest Videos

১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদী ত্রিপুরা যান। সেখানে নির্বাচনী জনভায় বক্তৃতা করেন। তিনি আমবাসা আর রাধাকিশোরপুরে দুটি জনসভায় ভাষণ দেন। সেখান থেকে দিল্লিতে ফেরেন। এই দিন প্রধানমন্ত্রী তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন।

১২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোরস্টেডিয়ামে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করার কথা রয়েছে। তারপর সেখান থেকে তিনি যাবেন রাজস্থানের দৌসায়। সেখানে একাধিক প্রকল্পের সঙ্গে উদ্বোধন করবেন দিল্লি- মুম্বই এক্সপ্রেসওয়ের। দৌসায় দুটি জনসভাও করবেন তিনি। রাজস্থান থেকে তিনি সরাসরি চলে যাবেন বেঙ্গালুরুতে ।

১৩ ফেব্রুয়ারি ভোরে প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে Aero India 2023-এর উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি ত্রিপুরা যাবেন যেখানে বিকেলে আগরতলায় জনসভায় ভাষণ দেবেন। তারপরে তিনি দিল্লিতে ফিরে যাবেন, মোট ৩৩৫০ কিলোমিটারের বেশি দূরত্ব কভার করে।

এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯০ ঘণ্টারও কম সময়ে ১০টিরও বেশি জনসভায় ভাষণ দিতে ও নাগরিকদের সুবিধে আর দেশের উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করতে ১০ হাজার ৮০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করছেন।

আরও পড়ুনঃ

মাত্র দুটি সোনার প্রোলেপ দেওয়া দাঁত ১৫ বছর বাদে চিনিয়ে দিল অপরাধীকে, প্রতারণার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

'আগে শুধু বামপন্থীরাই প্রকল্পের সুবিধা পেতেন, আজ এই রাজ্য উন্নয়ন থেকে বঞ্চিত নয়'- ত্রিপুরায় প্রধানমন্ত্রী মোদী

ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? নাম না করে সেই বিষয়ে বিস্তারিত জানালেন কংগ্রেস নেতা

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia