প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করলেন মোদী, কিনলেন প্রথম টিকিটাই

 বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী।প্রথম টিকিটাই কিনলেন প্রধানমন্ত্রী।উল্লেখ্য, অনলাইনে প্রধানমন্ত্রী সংগ্রহালয় টিকিটের মূল্য ১০০ টাকা।  


 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের প্রধানমন্ত্রীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাঁদের মতাদর্শ, অবদানকে স্বীকৃতি দিতে ১৪ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসারেই এটি নির্মিত হয়েছে। যার লক্ষ্য় ভারতের তরুণ প্রজন্মকে দেসের প্রধানমন্ত্রী নেতৃত্ব , দৃষ্টিভঙ্গি, অবদান সম্পর্কে অনুপ্রাণিত করা। ভারতের প্রধানমন্ত্রীদের সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাঁদের মতাদর্শ, অবদানকে স্বীকৃতি দিতে ১৪ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করা হয়েছে।

 

Latest Videos

এদিন প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রথম টিকিটাই কিনলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, অনলাইনে প্রধানমন্ত্রী সংগ্রহালয় টিকিটের মূল্য ১০০ টাকা। তবে অফলাইন মোডে ১১০ টাকা। তবে ৫ থেকে ১২ বছরের শিশুদের জন্য অফলাইন এবং অনলাইনে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। স্কুল-কেলেজের ছাত্র-ছাত্রীরা ২৫ শতাংশ ছাড় পাবে। তবে বিদেশীদের জন্য প্রধানমন্ত্রী সংগ্রহালয় টিকিটের মূল্য ৭৫০ টাকা। 

ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও এখানে বিশেষ সংগ্রহ রয়েছে। গান্ধী পরিবারের অন্যতমসন্তান এবং দেশের অন্যতম এই প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়। দেশের প্রতি তার অবদান দিয়ে এখানে চর্চিত হয়েছ।ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে রয়েছে যুদ্ধের সময়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের যুদ্ধে কখন কী কী অস্ত্র ব্যবহার করা হয়েছে, কাদের সঙ্গে যুদ্ধে নেমেছে দেশ, যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সংগ্রহালায় অত্যাধুনিক প্রযুক্তি ভিত্তিক ইন্টারফেসগুলিকে একটি সহজ ও আকর্ষনীয় উপায়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তরণদের কাছে টানতেই এই প্রকল্প।  ভারতের সোনালি চতুর্ভুজ প্রকল্প থেকে হাওড়া ব্রিজ কিছু বাদ যায়নি এই ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়।এযেন একলহমায় ভারত সফর। 

 

আরও পড়ুন, দেশের মধ্য়ে সেরার শিরোপা পেল বাংলা, ১৪ টি রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত পশ্চিমবঙ্গ

ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে মূলত পুরোনো এবং নতুনের সংমিশ্রনে তৈরি হয়েছে। এর মধ্য়ে রয়েছে নেহরু মিউজিয়াম বিল্ডিং।যেখানে জহওলাল নেহুরুর জীবন নিয়ে এবং তাঁর অবদান নিয়ে বর্ণনা করা হয়েছে।ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়টির মোট আয়তন ১০ হাজার ৪৯১ বর্গ মিটার। এই মিউজিয়ামের আর্কিটেকচারাল প্ল্যান প্রধানত উন্নতশীল ভারত থেকেই অনুপ্রাণিত হয়েছে। প্রকল্পটি চলাকালীন কোনও গাছ কাটা বা প্রতিস্থাপন করা হয়নি। ২০১৮ সালে এই মিউজিয়ামটির জন্য ২৭১ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। ভবনের লোগাটি জাতি এবং গণতন্ত্রের প্রতীক। দূরদর্শন, চলচ্চিত্র বিভাগ, সংসদ টিভি, প্রতিরক্ষা মন্ত্রানালয় সবই আছে এখানে।হলোগ্রাম, ভার্চুয়াল রিয়েলিটি, মাল্টি টাচ , মাল্টি মিডিয়া, ইন্টারেক্টভ কিয়স্ক, কম্পিউটারাইজড কাইনেটিক আর্কিটেকচার, স্মার্ট ফোন অ্য়াপ্লিকেশন সবই আছে এই ভারতের প্রধানমন্ত্রী সংগ্রহালয়ে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla