সংক্ষিপ্ত

দেশের মধ্য়ে সেরার শিরোপা পেল বাংলা। ১৪ টি রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত হয়েছে পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, মমতা বন্দ্য়োপাধ্যায়ের নের্তৃত্বে ২০২০-২১ অর্থবর্ষে একাধিক স্তরে কাজের নিরিখে রাষ্ট্রিয় পুরষ্কারে ভূষিত হচ্ছে  পশ্চিমবঙ্গের মোট ১৪ টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত।

দেশের মধ্য়ে সেরার শিরোপা পেল বাংলা। ১৪ টি রাষ্ট্রীয় পুরষ্কারে ভূষিত হয়েছে পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, মমতা বন্দ্য়োপাধ্যায়ের নের্তৃত্বে ২০২০-২১ অর্থবর্ষে একাধিক স্তরে কাজের নিরিখে রাষ্ট্রিয় পুরষ্কারে ভূষিত হচ্ছে  পশ্চিমবঙ্গের মোট ১৪ টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। ২৪ এপ্রিল কেন্দ্রীয় পুরষ্কারে ভূষিত হচ্ছে বাংলা। উল্লেখ্য প্রতিবছরই  ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে দিল্লিতে অনুষ্ঠিত হয়, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই এবার কেন্দ্রের এই পুরষ্কারগুলি বাংলার হাতে উঠতে চলেছে।  'মুখ্যমন্ত্রীর আগ্রহ এবং উৎসাহের ফলেই কাজ এগিয়ে যাচ্ছে রাজ্যে', বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর।

১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো একাধিক প্রকল্পে নিয়ে বারংবার দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে তার সঙ্গে কাজও এগিয়েছে এই প্রকল্পগুলিতে। তারই প্রমাণ স্বরুপ কেন্দ্রের পুরষ্কার উঠেছে বাংলার হাতে। কেন্দ্রের গ্রামউন্নোয়ন মন্ত্রক এই পুরষ্কারের কথা রাজ্য সরকারকে চিঠি লিখে পাঠিয়েছে। তবে এই প্রথমবার নয়, দেশের সেরা রাজ্যগুলির তালিকায় বহুবারই শীর্ষে থেকেছে মমতার সরকারের নের্তৃত্বে এই বাংলা। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকে চিঠি দিয়ে আগে পুরষ্কৃত করেছে, সেইসকল কাজের স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। এবারও তালিকা ঘোষণার আগে কেন্দ্রীয় অফিসারেরা প্রতিটি গ্রাম পঞ্চায়েত সরেজমিনে ঘুরে দেখেছিলেন। এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায় বলেছেন, 'মুখ্যমন্ত্রীর আগ্রহ এবং উৎসাহের ফলেই কাজ এগিয়ে যাচ্ছে রাজ্য। আগামীতে রাজ্যের পঞ্চায়েতকে আরও শক্তিশালী করে মানুষকে আরও ভাল পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবে পঞ্চায়েত দফতর।'

আরও পড়ুন, ধৃত সত্যবানের হোটেল থেকেই কি তপন কান্দু খুনের ষড়যন্ত্র ? বিস্ফোরক তথ্যের তদন্তে সিবিআই

আরও পড়ুন, 'বুকে বন্দুক ঠেকিয়ে মেয়ের মৃতদেহ তুলে পোড়ানো হয়েছে', হাঁসখালিকাণ্ডে বিস্ফোরক দাবি পরিবারের

জানা গিয়েছে, শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত পুরষ্কার পাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের বিদুর ২ গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত উন্নয়ন পুরষ্কার পাচ্ছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১ ব্লকের গোয়াগাঁও ১ গ্রাম পঞ্চায়েত। গ্রামসভার পুরষ্কার পাচ্ছে বীরভূমের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত।এছাড়া বাংলার ১১ টি পঞ্চায়েত পাচ্ছে সশক্তিকরণ পুরষ্কার। বিভিন্ন বিভাগে পুরষ্কার পাচ্ছে বাঁকুড়ার পাত্র সায়র ব্লকের বলসি ২, পশ্চিমবঙ্গ মেদিনীপুর জেলা ব্লকের বোহার ১, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গঙ্গা রামপুর পঞ্চায়েত, পুরুলিয়া জেলার মানবাজার ২ ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েত, পশ্চিমমেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর ১, উত্তর ২৪ পরগণা জেলার মছলন্দপুর ১ গ্রাম পঞ্চায়েত, বসিরহাট এবং পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুর ১। আমফান মোকাবিলায় কাজ এবং করোনা মোকাবিলায় বাড়ি বাড়ি খাবার পৌছে দিয়েছিল মছলন্দপুর। ২৫ লক্ষ টাকা অর্থমূল্য পাবে গ্রাম পঞ্চায়েত।

আরও পড়ুন, 'ভালোবাসার পর তাঁকে পুড়িয়ে ফেলার অধিকার আছে কি', ধর্ষণকাণ্ডে মমতাকে প্রশ্ন তনুজার