ভালোবাসা দিবসেই শহীদ হয়েছিলেন পুলওয়ামায় কর্তব্যরত ভারতীয় সেনারা, তাঁদের শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী মোদী

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে এক ভয়াবহ বিস্ফোরণে মারা গিয়েছিলেন ৪২ জন জওয়ান। তাঁদের আত্মত্যাগকে স্মরণ করলেন ভারতের প্রধানমন্ত্রী। 

Web Desk - ANB | Published : Feb 14, 2023 5:08 AM IST

জম্মু কাশ্মীরের রক্তাক্ত পুলওয়ামা হামলার চার বছর পূর্তি। ভারতের ‘দুঃসাহসী বীর’ সেনাদের আত্মবলিদানকে স্মরণ করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ১৪ ফেব্রুয়ারি। ৪ বছর আগে ঠিক এই দিনেই ২০১৯ সালে ভয়াবহ প্রাণঘাতী হামলা হয়। সেই দুঃখের স্মৃতিই চারণ করলেন নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লিখেছেন, 'বীরদের আত্মত্যাগ ভোলার নয়।'

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'পুলওয়ামা হামলায় এইদিনে আমরা আমাদের বীর সেনাদের হারিয়েছি। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়ে তুলতে অনুপ্রাণিত করে।'

 

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের সেনাকর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার জেলার লেথোপোড়া অঞ্চল অতিক্রম করার সময় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে একটি গাড়ি-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। মর্মান্তিক হামলার আঘাতে মোট ভারতের বহু সিআরপিএফ কর্মীর মৃত্যু হয়। বিস্ফোরণে উড়ে যায় সেনাদের বাসটিও। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের জইশ-এ-মহম্মদ জঙ্গিগোষ্ঠী। এই হামলার হামলার কড়া নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ বছর পর সেই মর্মান্তিক ঘটনাকেই আবার স্মরণ করে শহীদদের সাহসকে কুর্নিশ জানালেন তিনি।

 

 

আরও পড়ুন-
নিউ গড়িয়া-রুবি মেট্রোর কাজে একাধিক খামতি, তড়িঘড়ি গাফিলতি পূরণের নির্দেশ রেলওয়ে সেফটি কমিশনারের
ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিক বা প্রেমিকাকে পাশে বসিয়ে ঘুরতে নিয়ে যাওয়ার আগে জেনে নিন, কত হল আজকের পেট্রোল-দর
বিদায়ের পথে পা বাড়িয়েছে সাময়িক শীত, তার আগে মঙ্গলবার কমে গেল কলকাতার তাপমাত্রা

Read more Articles on
Share this article
click me!