আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে প্রধানমন্ত্রী মোদীর ‘শ্রী অন্ন’-এ প্রাধান্য, ‘আদি মহোৎসব’-এর সূচনায় বক্তব্য রাখলেন বৃহস্পতিবার

দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ‘আদি মহোৎসব’-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

বৃহস্পতিবার দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ‘আদি মহোৎসব’-এর সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে উপজাতীয় সংস্কৃতি, কারুশিল্প, খাদ্য, বাণিজ্য এবং ঐতিহ্যবাহী শিল্প প্রদর্শিত হবে। আদিবাসী সম্প্রদায়ের দ্বারা নির্মিত শ্রী আন্না অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু এই উৎসব। আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে তাঁকে স্মরণ করে সূচিত হয়েছিল এই উৎসব।


 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আদিবাসী জনগোষ্ঠীর কল্যাণে ক্রমাগত বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছেন। এগুলির পাশাপাশি তিনি ভারতের অগ্রগতি ও উন্নয়নের লক্ষ্যে আদিবাসী সম্প্রদায়ের অবদানের প্রতিও যথাযথ সম্মান জানিয়ে আসছেন।


 

Latest Videos

‘আদি মহোৎসব’ হল আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনে ট্রাইবাল কো-অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এর একটি বার্ষিক উদ্যোগ। ২০২৩ সালে এটি ১৬ থেকে ২৭ ফেব্রুয়ারি দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আজ এই মেগা জাতীয় আদিবাসী উৎসবের সূচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী, “একুশ শতকের ভারত 'সবকা সাথ, সবকা বিকাশ' মন্ত্রে এগোচ্ছে। এখন দিল্লির সরকার সেই লক্ষ্য পর্যন্ত এগিয়ে যায়, যা একসময়ে ছিল অনেক দূরের কথা। যারা নিজেকে অনেক দূরে মনে করতেন, তাঁদেরকেই এখন মূলধারায় নিয়ে আসা হচ্ছে।


 

তিনি বলেন, “যেহেতু ২০২৩-কে আন্তর্জাতিক মিলেটের বছর বলে আখ্যায়িত করা হয়েছে, সেজন্য এই মহোৎসবে বিশেষ করে নজর রাখা হয়েছে আদিবাসীদের দ্বারা ফলানো ‘শ্রী অন্ন’-এর প্রতি। তা ছাড়া হস্তশিল্প, তাঁত, মৃৎশিল্প, গহনা, ইত্যাদিকেও প্রাধান্য দেওয়া হচ্ছে।”


 

দেশের পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নতিতে অগ্রগতি আনতে মোদী বলেন, “গত ৮-৯ বছরে আদি মহোৎসবের মতো ঘটনা যা আদিবাসী সম্প্রদায়ের সাথে যুক্ত তা দেশের জন্য একটি প্রচারে পরিণত হয়েছে। আমি নিজেও এরকম বেশ কিছু কর্মসূচির অংশ হয়েছি। আদিবাসী সম্প্রদায়ের কল্যাণও আমার ব্যক্তিগত সম্পর্ক ও অনুভূতির বিষয়।”

আরও পড়ুন-
ত্রিপুরায় ভোট দিতে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ভোটে সামিল তৃতীয় লিঙ্গের মানুষরাও
ভূমিকম্পের খবরের মধ্যেই আবার কম্পন, বুধবার গভীর রাতে ভয়াবহভাবে কেঁপে উঠল ফিলিপিন্স
Tripura Election 2023: ‘প্রগতিশীল সরকার গড়তে ভোট দিন’, ত্রিপুরার মানুষের উদ্দেশ্যে টুইট অমিত শাহ ও জেপি নাড্ডার

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today