রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তেলের দাম-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে বসতে পারেন মোদী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine war) পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগেই জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। সেই সময়ই তিনি তাকে ইউক্রেন ইস্যুতে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অবশ্যই আলোচনা হবে।

রাশিয়া-ইউক্রেন সংকট (Russia-Ukraine Crisi) নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠকে বসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সূত্রের খবর এই বৈঠকে উপস্থিত থাকবেন, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এছাড়াও কেন্দ্রীয় সরকারের উচ্চপদর্থ আধিকারিকরা এই বৈঠকে থাকবে। এদিন ভোট প্রচারো মোদী উত্তর প্রদেশের আমেঠিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine war) পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগেই জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। সেই সময়ই তিনি তাকে ইউক্রেন ইস্যুতে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন অবশ্যই আলোচনা হবে। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে বেড়েগেছে অপরিশোধিত তেলের দাম। তাই নিয়ে আলোচনার পাশাপাশি ইউক্রেন থেকে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের বিষয় নিয়েও আলোচনা হতে পারে। 

Latest Videos

ইউক্রেনের আকাশসীমা বন্ধ হয়ে থাকায় এয়ারইন্ডিয়ার যে বিশেষ বিমানগুলি যাওয়ার কথা ছিল সেগুলি বাতিল করা হয়েছে। একটি বিমান এদিন মাত্র আট জন যাত্রীকে নিয়ে ফিরে আসে দেশে। যদিও সেই বিমানটি ইরান হয়ে এসেছে। ইউক্রেনে প্রায় ১৫ হাজার ভারতীয় রয়েছে। যার মধ্যে অধিকাংশই মেডিক্যাল স্টুডেন্ট। 

রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বিশ্ববাজারে মন্দা দেখা দিয়েছে। যার প্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারেও। ভারতীয় শেয়ার বাজারও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war) থামাতে ভারতের হস্তক্ষেপ চাইল ইউক্রেন (Ukraine)। ভারতে ইউক্রেনের রাষ্ট্রদূত (ukraine envoy) ইগর পোলিখা জানিয়েছেন, ভারত একটি শক্তিশালীদেশ। তাই এই বিষয়ে ভারতের (India) একটি জোরালো কণ্ঠশ্বরের প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি যে কোনও সময়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর তা যদি হয় তাহলে তা আর কোনও একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পোলিখা আরও বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের বিশেষ হৃদ্যতার সম্পর্ক রয়েছে। ভারত-রাশিয়ার  কৌশলগত সম্পর্কও অত্যান্ত মসৃণ। তারপরই তিনি বলেন, 'মোদীজি যদি পুতিনের সঙ্গে কথা বলেন।' তিনি বলেন, ভারত যদি ইউক্রেন - রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুবেন-এমনটাই আশা করছে ইউক্রেন। 
নবাব মালিক ইস্যুতে মমতাকে ফোন পাওয়ারের, জানতে চাইলেন 'কী করতে হবে'

'ওমিক্রন নীরব ঘাতক' বললেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা

'ডিএম কাকু'- বলে অফিসে ঢুকে নালিশ ৭ বছরের মেয়ের, অবাক জেলা শাসক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)