PM Modi: ‘মন কি বাত’-এর থিম নিয়ে আয়োজিত হল জনশক্তি প্রদর্শনী, ঘুরে দেখলেন নরেন্দ্র মোদী

শিল্পীদের সঙ্গে নিয়েই তাঁদের শিল্পকর্ম পর্যবেক্ষণ করলেন দেশের প্রধানমন্ত্রী। 

 

Sahely Sen | Published : May 14, 2023 1:31 PM / Updated: May 14 2023, 01:42 PM IST
113

রাজধানীতে আয়োজিত হল ভারতের শ্রেষ্ঠ শিল্পীদের ক্রিয়াকলাপের প্রদর্শনী।

213

এই প্রদর্শনীতে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

313

দিল্লির এনজিএমএ-তে জনশক্তি প্রদর্শনী পরিদর্শন করেলেন নমো।

413

এই প্রদর্শনীতে ভরে রয়েছে ভারতের শীর্ষ শিল্পীদের কাজ।

513

শিল্পীদের সঙ্গে নিয়েই সেই শিল্পকর্ম পর্যবেক্ষণ করলেন দেশের প্রধানমন্ত্রী।

613

তাঁর উপস্থিতিতে বিশেষ মাত্রা পেল জনশক্তি প্রদর্শনী।

713

এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত ছিল প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য পেশের অনুষ্ঠান ‘মন কি বাত’-এর থিম।

813

এই থিমগুলির মধ্যে ছিল স্বচ্ছতা, জল সংরক্ষণ, কৃষি, মহাকাশ এবং ভারতের উত্তর-পূর্ব অঞ্চল।

913

এছাড়াও এই প্রদর্শনীর অঙ্গীভূত রয়েছে দেশের নারী শক্তি।

1013

যোগাভ্যাস এবং আয়ুর্বেদ বিজ্ঞানও স্থান পেয়েছে শিল্পীদের সৃষ্টিতে।

1113

জনশক্তিতে অবদান রাখা শিল্পীদের মধ্যে রয়েছেন মনু এবং মাধবী পারেখ। 

1213

শিল্পী অতুল দোদিয়া, পরেশ মাইতি, ইরাননা জিআর, জগন্নাথ পান্ডা এবং আরও বহু বিশিষ্ট শিল্পীদের কাজ প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন-
কপালে বন্দুক ঠেকিয়ে ফেসবুকে লাইভ ভিডিও, প্রেমিকাকে খুন করে লাইভ লোকেশন পাঠালেন যুবক

1313

শীর্ষস্থানীয় শিল্পীদের শিল্পকর্ম ঘুরে দেখে অভিভূত হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন-
উলুবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর সভা বাতিল করল রাজ্য পুলিশ

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos