সংক্ষিপ্ত

১৩ মে, শনিবার বিকেলবেলা জানা যায় যে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এই সভার অনুমতি পাওয়া যায়নি। 

শুভেন্দু অধিকারীর জনসভা করার অনুমতি পাওয়া গেল না উলুবেড়িয়ায়। বুধবার উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রে অবস্থিত রাজাপুর বিডিও অফিস সংলগ্ন একটি মাঠে জনসভা করার কথা ছিল পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রথমে সেই সভা করার জন্য অনুমতি দেয়নি পুলিশ। এরপর বিজেপির পক্ষ থেকে সভার দিন হিসেবে ২৪ মে তারিখটিকে ধার্য করা হয়েছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যদি ২৪ মে তারিখেও সভা করার জন্য পুলিশের তরফে অনুমতি না দেওয়া হয়, তাহলে হাইকোর্টে আর্জি জানাবে রাজ্যের প্রধান বিরোধী দল।

১৫ মে, সোমবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে রাজাপুর বিডিও অফিস সংলগ্ন মাঠে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা করানোর উদ্যোগ নিয়েছিলেন হাওড়ার গ্রামীণ জেলা বিজেপির নেতাকর্মীরা। তার আগে, ১৩ মে, শনিবার বিকেলবেলা জানা যায় যে, পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এই সভার অনুমতি পাওয়া যায়নি। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয় উলুবেড়িয়া মনসাতলায় গ্রাম সাংগঠনিক দায়িত্বে থাকা হুগলি পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ শনিবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। সেখানে তিনি বলেন, “রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল সরকার নানা অজুহাত দেখিয়ে শুভেন্দু অধিকারী-সহ বিভিন্ন বিজেপি নেতাদের সভা প্রথমে বাতিল করে, তারপর আমরা যখন উচ্চ আদালত থেকে অনুমতি নিয়ে আসি, তার পরে সভা করতে দেয় রাজ্যের পুলিশ। এক্ষেত্রেও তা-ই হয়েছে।”

বিমান ঘোষ আরও বলেন, “পাঁচ দিন আগে উলুবেড়িয়ার দু’নম্বর বিডিও অফিসের পাশে রাজাপুরে সভা করার অনুমতি চেয়েছিলাম পুলিশের কাছে। নানা কারণ দেখিয়ে পুলিশ একের পর এক দরখাস্ত বাতিল করে দিয়েছে। শনিবার বিকাল পর্যন্ত অনুমতি না মেলার জন্য আমরা দিনটি পরিবর্তন করি।” তিনি জানান, আগামী ২৪ মে সভা করার জন্য ফের তাঁরা পুলিশের কাছে অনুমতি চাইবেন। তাতে যদি অনুমতি না দেয় তাহলে বিজেপি উচ্চ আদালতে যাবে।

আরও পড়ুন-
কপালে বন্দুক ঠেকিয়ে ফেসবুকে লাইভ ভিডিও, প্রেমিকাকে খুন করে লাইভ লোকেশন পাঠালেন যুবক
তোমাকে পাগলের মতো ভালোবাসি বেবি গার্ল: জ্যাকলিন ফার্নান্ডেজকে কী ‘সুপার সারপ্রাইজ’ দেবেন সুকেশ চন্দ্রশেখর?
Karnataka Chief Minister: কে হবেন কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী? রবিবারেই চূড়ান্ত ঘোষণা