NCC-র সমাবেশে শিখ ক্যাডেট পাগড়িতে প্রধানমন্ত্রী, কী বললেন তরুণদের

নয়াদিল্লির (New Delhi) কারিয়াপ্পা গ্রাউন্ডে (Cariappa Ground) ন্যাশনাল ক্যাডেট কর্পসের (National Cadet Corps) সমাবেশে শিখ ক্যাডেট পাগড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কী বললেন তিনি তরুণ ক্যাডেটদের?
 

একসময় প্রধানমন্ত্রীও একজন এনসিসি (NCC) ক্যাডেট ছিলেন। শুক্রবার, প্রজাতন্ত্র দিবসের (73rd Republic Day) উদযাপনের অংশ হিসাবে নয়াদিল্লির (New Delhi) কারিয়াপ্পা গ্রাউন্ডে (Cariappa Ground) মাঠে, ন্যাশনাল ক্যাডেট কর্পস (National Cadet Corps) বা এনসিসির সমাবেশ ছিল। সেখানে শিখ ক্যাডেট পাগড়িতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। তরুণ ক্যাডেটদের সামনে ভাষণ দিতে গিয়ে, প্রধানমন্ত্রী বলেন, তিনিও একসময় তাদের মতোই এনসিসির সক্রিয় ক্যাডেট ছিলেন। আর এর জন্য তিনি গর্বিত।

এদিন, নয়াদিল্লিতে এনসিসির তরুণ ক্যাডেটদের থেকে 'গার্ড অফ অনার' গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনসিসি কন্টিনজেন্টগুলির মার্চ পাস্ট পরিদর্শন করেন এবং সেরা ক্যাডেটদের মেডেল ও লাঠি দিয়ে সম্মানিত করেন। এরপর ভাষণ দেওয়ার সময়, তিনি জানান, একসময় তিনিও এনসিসি- প্রশিক্ষণ নিয়েছিলেন। আর সেখান থেকে যা শিখেছিলেন, সেই শিক্ষাই বর্তমানে দেশের প্রতি দায়িত্ব পালনে তাঁকে শক্তি দেয়। তিনি আরও বলেন, স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে তিনি সারা দেশে একটা আলাদা মাত্রার উত্সাহ লক্ষ্য করছেন। সেই একই উৎসাহ তিনি কারিয়াপ্পা গ্রাউন্ডেও দেখছেন বলে তরুণ ক্যাডেটদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী মোদী।

Latest Videos

আরও পড়ুন - আপনার মাসিক আয় ১৫ হাজারের কম, আজই প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় নিজের নাম নথিভুক্ত করুন, জানুন পদ্ধতি

আরও পড়ুন - ভারতীয় সেনাবাহিনীর লজ্জা, চাকরি জীবনের প্রান্তে পর্নোগ্রাফির ঝামেলায় জড়ালেন মেজর জেনারেল

আরও পড়ুন- PM Modi: আজ এনসিসি সমাবেশে ভাষণ দেবেন মোদী, সাজো সাজো রব রাজধানীতে

তবে, এদিনের অনুষ্ঠানে সকলের নজর কেড়েছে প্রধানমন্ত্রীর মাথার পাগড়ি। সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা ছবিগুলিতে, প্রধানমন্ত্রী মোদিকে একটি সামরিক-সবুজ রঙের পাগড়িতে দেখা গিয়েছে। তাতে লাগানো ছিল একটি লাল রঙের পালকের গুচ্ছ। সামরিক-সবুজ রঙের পাগড়ির নিচ থেকে লাল রঙের আরেকটি কাপড়ও দেখা গিয়েছে। সাধারণত, স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেদ্র মোদীকে পাগড়ি পরতে দেখা যায়। কোনবার কোন শৈলির পাগড়ি পরলেন তিনি তাই নিয়ে চর্চাও হয়। এই বছর, ৭৩তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর মাথায় ছিল নেতাজি টুপি। কিন্তু, এনসিসির সমাবেশে কেন তিনি শিখ ক্যাডেট পাগড়ি পরে এলেন, তাই নিয়ে চর্চা শুরু হয়েছে। 

এদিন, প্রধানমন্ত্রীর সামনে মার্চ পাস্ট ছাড়াও এনসিসি ক্যাডেটরা আর্মি অ্যাকশন, স্লিদারিং, মাইক্রোলাইট ফ্লাইং, প্যারাসেইলিং এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের দক্ষতা প্রদর্শন করে। এই সমাবেশের মধ্য দিয়ে, এনসিসি-র প্রজাতন্ত্র দিবস ক্যাম্পের সমাপ্তি হল। প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস উদযাপনে ২৮ জানুয়ারি দিনটি থাকে এনসিসি-র জন্য। 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari