রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কি থামাতে পারবেন মোদী, আজই কথা দুই প্রধান পুতিন-জেলেনস্কির সঙ্গে

আগেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেইসময়ই তিনি আলোচনার মাধ্যমে ইউক্রেনের সঙ্গে সমস্যা সমাধানের কথা বলেন। অন্যদিকে সরকারি সূত্রের খবর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ( Russia-Ukraine war) আবহে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কথা বলবেলন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে। এই নিয়ে যুদ্ধ শুরুর ১২তম দিনের মধ্যে দ্বিতীয় প্রধানমন্ত্রী রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চলেছে। সরকারি সূত্রের খবর এদিন বিকেলের দিকে প্রধানমন্ত্রী ফোন করতে পারে রুশ প্রেসিডেন্টকে। এদিনই তাঁর কথা বলার সম্ভাবনা রয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির (Volodymyr zelensky) সঙ্গে। 

আগেই তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেইসময়ই তিনি আলোচনার মাধ্যমে ইউক্রেনের সঙ্গে সমস্যা সমাধানের কথা বলেন। অন্যদিকে সরকারি সূত্রের খবর এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও। একই দিনে দুই বিবাদমান প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন মোদী। যা বিশ্বরাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করেছেন ওয়াকিবহাল মহল। 

Latest Videos

সুত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দুই প্রেসিডেন্টকেই যুদ্ধ থেকে বিরত থাকা ও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার আর্জি জানাতে পারেন। পাশাপাশি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিক বিশেষত আটকে পড়া পড়ুয়াদের নিরপদ করিডোরের মাধ্যমে উদ্ধারের বিষয় নিয়েও আলোচনা করতে পারেন। কারণ এখনও ইউক্রেনের প্রচুর ভারতীয় আটকে রয়েছে। যুদ্ধ বিধ্বস্ত সুমিতে রয়েছে প্রায় ৮০০ পড়ুয়া। তবে তাদের দ্রুত উদ্ধার করা হবে বলেও নতুন অ্যাডভাইজারি জারি করা হয়েছে। 

অন্যদিকে পুতিন আগেই স্পষ্ট করে দিয়েছেন রাশিয়ার শর্ত মানলে তবেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামাবেন তিনি। এদিন অবশ্য পুতিন সাবাদিকদের মাধ্যমে সরকারি ইউক্রেনকে আত্মসমর্পন করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু এখনও কোনও উত্তর দেয়নি কিয়েভ। রুশ সেনারা বন্দর শহর মারিউপোল ঘিরে রেখেছে। সেখানে আটকে পড়ছে নাগরিকরা। গত ৬ দিন ধরে তারা বাঙ্কারে রয়েছে। কিন্তু এই অবস্থায় তাদের খাবার আর পাণীয় বাড়ন্ত বলেও জানিয়েছে ইউক্রেন সরকার। 

ইউক্রেনের অভিযোগ রাশিয়া সামরিক অভিযান করে গোটা বিষয়টিকে দাবি করলেও সাধারণ মানুষরা নিষ্কৃতী পাচ্ছে না যুদ্ধ থেকে। রুশ সেনারা আবাসিক এলাকাতেও হামলা চালাচ্ছে। গতকালই রুশ সেনার ক্ষেপণাস্ত্র উড়িয়ে দিয়েছে একটি বেসমারিক বিমানবন্দর। রাশিয়ার বিরুদ্ধে ভারী আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র দিয়ে হমলার অভিযোগ তুলেছে ইউক্রেন।  ইউক্রেন জানিয়েছে ইতিমধ্যে প্রায় দেড়় কোটি মানুষ  ইউক্রেন ছেড়ে শরণার্থী হয়ে গেছেন। মৃত্যু হয়েছে শতাধিক সাধারণ মানুষের। 

রুশ সেনাকে হুমকি শিশু হত্যা নিয়ে, স্বামীর পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন জেলেনস্কি ঘরনী

'আত্মসমর্পন কর', মারিউপোল ঘিরে রেখে ইউক্রেনকে হুঁশিয়ারি রাশিয়ার প্রধান পুতিনের

পাকিস্তানের নতুন ষড়যন্ত্র, পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ড্রোনে করে মাদকের প্যাকেট পাচারের চেষ্টা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election