একের পর এক কর্মসূচি বাতিল, গুজরাটের সেতু বিপর্যয়ের প্রাণহানির কারণে ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে শোকস্তব্ধ নরেন্দ্র মোদী

‘আমার সারা জীবনে এমন ব্যথা খুব কমই অনুভূত হয়েছে,’ গুজরাটের সেতু বিপর্যয়ের পর রাষ্ট্রীয় একতা দিবসে শোক জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাটের মাচু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে ৩০ অক্টোবর প্রাণ হারিয়েছেন প্রায় দেড়শ’ মানুষ। আহতও হয়েছেন প্রায় শতাধিক। এখনও ওই এলাকায় চলছে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে ৩১ অক্টোবর সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে গুজরাটের কেবাড়িয়ায় স্ট্যাচু অফ ইউনিটিতে ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতা দেওয়ার সময় বারবার মোদীর কথায় উঠে এসেছে মৌরবি সেতুর দুর্ঘটনার শোক। সোমবার সকালে স্ট্যাচু অফ ইউনিটির সামনে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ‘উদ্ধারকাজে সরকার কোনও কসুর রাখবে না।’

নরেন্দ্র মোদীর বক্তব্য, ‘আমি এখন একতা নগরে আছি, কিন্তু আমার মন পড়ে আছে মৌরবির আক্রান্তদের সঙ্গে। আমার জীবনে খুব কমই এমন ব্যথা অনুভব করেছি আমি। একদিকে বেদনায় ডুবে থাকা হৃদয়, অন্যদিকে কর্তব্যের পথ।’ এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে সরকার সব রকম ভাবে শোকাহত পরিবারের পাশে আছে। গুজরাট সরকার গতকাল থেকে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। কেন্দ্র সরকারও রাজ্য সরকারকে সব রকম সাহায্য প্রদান করছে।’

Latest Videos

সাধারণ মানুষের উদ্দেশ্যে মোদী জানিয়েছেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গতকাল রাতে মৌরবি পৌঁছেছেন। তিনি আজ থেকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের নেতৃত্বে রয়েছেন। এই ঘটনার তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। আমি দেশের জনগণকে আশ্বস্ত করছি যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কোনও শিথিলতা থাকবে না।’ তিনি আরও জানান, ‘আহতরা যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সেখানেও সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মানুষকে যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, সেই দিকটিতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।’


সূত্রের খবর, আজ মৌরবি গিয়ে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার অহমদাবাদে মোদীর রোড শো হওয়ার কথা ছিল, দুর্ঘটনার পর তা বাতিল করা হয়েছে, তাঁর তালিকায় থাকা কর্মসূচিগুলির মধ্যে থেকে শুধুমাত্র রেল প্রকল্পের উদ্বোধন বাদ দিয়ে বাকি সমস্ত পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়েছে। বিজেপির মিডিয়া সেলের তরফে জানানো হয়েছে যে, ভার্চুয়ালি উপস্থিত থেকে উদ্বোধন করার মতো অনুষ্ঠানের কর্মসূচিও বাতিল করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

আরও পড়ুন-
সহজতর হচ্ছে ‘শিল্পসাথী পোর্টাল’, বাংলায় শিল্পের জন্য জমি দিতে আরও বড় উদ্যোগ রাজ্য প্রশাসনের
‘স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে এসেছেন’, অভিষেককে নিশানা শুভেন্দুর
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিয়ারনেস অ্যালাওয়েন্সের ঘোষণা চলতি সপ্তাহেই? নবান্ন সূত্রে বড় খবর

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
‘Mamata Banerjee-র সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র, দেখুন
‘আমি মনে করি Firhad Hakim একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য Satyen Roy-এর, দেখুন
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি