গুজরাটে বর্ণাঢ্য রোড শেষ করে মায়ের সঙ্গে একান্তে মোদী, খাওয়া-দাওয়া সারলেন বাড়িতেই

শুক্রবার গুজরাটের আমদাবাদে একটি জমকালো রোড শো করেন মোদী।  এদিন তাঁকে দেখতে রাস্তার দু'ধারে প্রায় পাঁচ লক্ষ মানুষ ভিড় করেছিলেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। বিমানবন্দর থেকে গান্ধীনগরে বিজেপির রাজ্য সদর দফতর ‘কমলম’ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে এই রোড শো চলে।

আশা ছিল আগে থেকেই। কিন্তু, তার সঙ্গে ছিল আশঙ্কাও। কারণ যদি শেষ মুহূর্তে খেলা ঘুরে যায়। নাহ, তবে তেমন কিছুই হয়নি। পঞ্জাব (Punjab) বাদে চার রাজ্য ফের নিজেদের পকেটে ভরেছে বিজেপি (BJP)। উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) ধুয়ে সাফ করে দিয়েছে বিরোধীদের। আর এবার বিজেপির নজর গুজরাটের (Gujrat) দিকে। পাঁচ রাজ্যের (Assembly Election in 5 State) পর এ বছরের শেষেই ভোট গুজরাটে (Gujrat Election)। তাই এক মুহূর্তও সময় নষ্ট করতে চাইছে না তারা। এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই শুক্রবার নিজের রাজ্য গুজরাটে রোড শোয়ে (Road Show) নামলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তারপর রোড শো শেষ করে যান নিজের বাড়িতে। সেখানে মায়ের সঙ্গে দেখা করেন তিনি। 

শুক্রবার গুজরাটের আমদাবাদে একটি জমকালো রোড শো করেন মোদী।  এদিন তাঁকে দেখতে রাস্তার দু'ধারে প্রায় পাঁচ লক্ষ মানুষ ভিড় করেছিলেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। বিমানবন্দর থেকে গান্ধীনগরে (Gandhinagar) বিজেপির রাজ্য সদর দফতর ‘কমলম’ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে এই রোড শো চলে। তারপরই গান্ধীনগরের বাড়িতে মা হীরাবেন মোদীর (Heeraben Modi) সঙ্গে দেখা করতে যান। সেখানে মায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি। এমনকী, একসঙ্গে খাবার (Food) খেতেও দেখা গিয়েছে তাঁদের। 

Latest Videos

আরও পড়ুন- ফের দেশব্যাপী বিজেপির ব্যাপক উত্থান, তবে কী অধরাই থেকে গেল চব্বিশে মমতার দিল্লি জয়ের স্বপ্ন

 

উল্লেখ্য, গুজরাটে তিনবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। এই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলা গুজরাট বিধানসভা নির্বাচনে তিনি দলের প্রধান মুখ হতে চলেছেন। আর সেই কারণেই নির্বাচনের এখনও ঢের দেরি থাকলেও এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। আর সেখানে প্রথম থেকেই মাঠে নেমে পড়েছেন মোদী। 

আরও পড়ুন- হিন্দুত্ববাদের পোস্টার বয় যোগীই, উত্তরপ্রদেশের ট্রিপল সেঞ্চুরি মার্কা জয়ে ফের তাই প্রমাণ করল বিজেপি

এদিন গান্ধীনগর বিমান বন্দর থেকে কমলম পর্যন্ত রোড শো করছেন প্রধানমন্ত্রী। ১০ কিলোমিটার পথ হুডখোলা জিপে চেপে সফর করতে দেখা গিয়েছে তাঁকে। আর এই রোড শো-তে তাঁর পাশেই ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং বিজেপি রাজ্য সভাপতি সিআর পাতিল। বর্ণাঢ্য এই রোড শো দেখার জন্য রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার মানুষ। হুড খোলা জিপ থেকে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা গিয়েছে মোদীকে। 

আরও পড়ুন- যোগী ঝড়ে ধরাশায়ী অখিলেশ-মায়াবতী, উত্তরপ্রদেশে সর্ব বৃহৎ দল হিসাবে ফের আত্মপ্রকাশ বিজেপির

গত কালই টুইটারে গুজরাট সফরের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর আজ বিকেল ৪টের সময় পঞ্চায়েত মহাসম্মেলনও যোগ দেন তিনি। আগামীকাল সকাল ১১টায় রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। আর এবারও সেই রাজ্য যাতে নিজেদের হাতেই থাকে তার জন্য এখন থেকেই ঝাঁপিয়ে পড়েছে বিজেপি নেতৃত্ব। আর সেই কারণে মোদীকে দিয়েই সেখানে শুরু হল বিজেপির প্রচার।   

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed