প্রধানমন্ত্রী মোদীর কলকাতা সফর স্থগিত, হীরাবেনের শেষযাত্রায় সামিল তিনি

মা হীরাবেনের শেষ যাত্রায় সামিল হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পশ্চিমবঙ্গ সফর স্থগিত। তবে ভার্চুয়ালি রাজ্যের কর্মসূচিতে যোগ দেবেন তিনি। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর স্থগিত। তবে কলকাতা বা রাজ্যের যে অনুষ্টানগুলি ছিল সেগুলি বাতিল করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় সূত্রে জানান হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে এদিন জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকেও যোগদেবেন তিনি। আজ ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। দিন কয়েক আগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন মায়ের মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি তাঁর মায়ের শেষযাত্রায় সামিল হয়েছেন। কিন্তু কিন্তু রাজ্যের পূর্ব নির্ধারিত সূচি অপরিবর্তিত থাকবে। তিনি ভার্চুয়ালি সমস্ত অনুষ্ঠানে যোগ দেবেন বলে তাঁর কার্যালয় জানিয়েছে।

এদিন কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাওড়া-নিউজলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অব করার কথা। এছাড়াও একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনের কথা। এদিনই তাঁর নমামি গঙ্গার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি প্রকল্প ও জাতীয় গঙ্গা কাউন্সিলের দ্বিতীয় বৈঠকের সভাপতিত্ব করার কথা রয়েছে। সূত্রের খবর নির্ধারিত সূচি অনুযায়ী সমস্ত কাজই হবে। তিনি ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে গুজরাট থেকে অনুষ্ঠানগুলিতে যোগদান করবেন।

Latest Videos

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাঁর মা হীরাবেন মোদীর সঙ্গে নিবীড় যোগাযোগ রেখতেন। যে কোনও বিশেষ দিনে তিনি গুজরায়ের রায়সানে গিয়ে দেখা করতেন। সেখানেই মোদীর ছোটভাইয়ের সঙ্গে থাকতেন তাঁর মা। গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েও মোদী দেখা করেছিলেন তাঁর মায়ের সঙ্গে। বুধবার অসুস্থতার কারণে হীরাবেন মোদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের পক্ষ থেকে জানান হয়েছে শুক্রবার ভোররাত ৩টো ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরবেন মোদী। তবে কী কারণে হীরাবেনের মৃত্যু তা এখনও স্পষ্ট করে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের মানুষ সর্বদাই তাঁর কাছে বিশেষ। এই রাজ্যে আসাও গুরুত্বপূর্ণ। তিনি যে শুক্রবার রাজ্যে আসছেন তাও জানিয়েছিলেন। পাশাপাশি জানিয়েছেন রাজ্যের উন্নয়নের জন্য তিনি ৭৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। যারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রথম রাজ্য পাচ্ছে বন্দে ভরত এক্সপ্রেস। যা হাওড়া-নিউজলপাইগুড়ি চলচাল করবে। অন্যদিকে জোকা মেট্রো প্রকল্পের একটি রুটেরও উদ্বোধন করবেন তিনি।

আরও পড়ুনঃ

মাকে শেষ বিদায় জানাতে গুজরাটে প্রধানমন্ত্রী মোদী, ভার্চুয়ালি যোগ দেবেন কলকাতার অনুষ্ঠানে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর স্থগিত, ভিডিও কনফারেন্সে যোগ দেবেন কলকাতায় আজকের সব অনুষ্ঠানে

মাকে শেষ বিদায় জানাতে গুজরাটে প্রধানমন্ত্রী মোদী, ভার্চুয়ালি যোগ দেবেন কলকাতার অনুষ্ঠানে

Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি