স্বাধীনতা দিবসের আগে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, রহস্যময় ইমেল পেল পুলিশ

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে শনিবার এই হুমকি মেল আসে। মেলে বলা হয় আয় কায়দা দিল্লি বিমানবন্দরে একটি বিস্ফোরণের ছক কষেছে।

স্বাধীনতা দিবসের আগে গোটা দেশ জুড়েই বাড়ানো হয়েছে নিরাপত্তা। তবে তার মধ্যেই একের পর এক হুমকি আসছে। এবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে ইমেল (e-mail) এল পুলিশের (Delhi Police) কাছে। 

মেল পাওয়ার পরেই সতর্ক হয় পুলিশ। ইমেলে লেখা ছিল "planned bomb blast by Al Qaeda". আল কায়দা দিল্লি বিমানবন্দরে নাশকতার ছক কষছে, এই উল্লেখ করে মেল এসেছে। উল্লেখ্য দেশের মধ্যে সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দর। 

Latest Videos

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে শনিবার এই হুমকি মেল আসে। মেলে বলা হয় আয় কায়দা দিল্লি বিমানবন্দরে একটি বিস্ফোরণের ছক কষেছে। সেই বিস্ফোরণের জন্য করণবীর সুরি ওরফে মহম্মদ জালাল এবং তার স্ত্রী শৈলা সারদা ওরফে হাসিনা রবিবার ভারতে আসছে। সিঙ্গাপুর থেকে এরা ভারতে আসবে বলে জানানো হয়. তিনদিনের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হবে। 

ফেসবুকের লকড প্রোফাইল দেখবেন কীভাবে, রইল সহজ কয়েকটি উপায়

মুসলিম মহিলাদের অন্য ধর্মে বিয়ে করা পাপ, ফতোয়া মুসলিম ল বোর্ডের

দেবতার মূর্তি গুঁড়িয়ে তছনছ মন্দির, পাকিস্তানে উন্মত্ত জনতার তান্ডবে হতবাক গোটা বিশ্ব

হুমকির মেল​পরীক্ষা করে দেখা গেছে যে সাম্প্রতিক অতীতে একই দম্পতির একই নাম এবং একই ধরনের হুমকি বার্তা পাওয়া গেছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে আগের মেলগুলির উৎস খতিয়ে দেখে তদন্ত শুরু করা হয়েছে। বিমানবন্দর নিরাপত্তা কর্মীদের সতর্ক করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

বিমানবন্দরের সব টার্মিনালে নাশকতা-বিরোধী পরীক্ষা চালানো হচ্ছে, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে, প্রবেশপথে যানবাহন পরীক্ষা এবং টহল জোরদার করা হয়।

Share this article
click me!

Latest Videos

Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি
Nadia Latest News: দেড় মাস বন্ধ পেনশন! কপালে দুশ্চিন্তার ভাঁজ, বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের