এ কী! এক্স হ্যান্ডেলে দেখা যাবে ভুরি ভুরি পর্নোগ্রাফি, অ্যাডল্ট কন্টেন্টে নিষেধাজ্ঞা তুলে দিলেন ইলন মাস্ক

Published : Jun 05, 2024, 11:40 AM ISTUpdated : Jun 05, 2024, 02:27 PM IST
Elon Musk

সংক্ষিপ্ত

পর্নোগ্রাফি বা অ্যাডল্ট কন্টেন্ট শেয়ারে আর নিষেধাজ্ঞা থাকবে না এক্স হ্যান্ডেলে!

পর্নোগ্রাফি বা অ্যাডল্ট কন্টেন্ট শেয়ারে আর নিষেধাজ্ঞা থাকবে না এক্স হ্যান্ডেলে! সম্প্রতি এমনই একটি নিয়ম জারি করেছেন ইলন মাস্ক। এই জনপ্রিয় সামাজিক মাধ্যম ট্যুইটারকে কিনে নেন ইলন মাস্ক। পরে এর নাম দেন এক্স।

সামাজিক মাধ্যমটির কর্তৃত্ব পরিবর্তন হওয়ার পর থেকেই এর বিধিনিষেধে প্রচুর পরিবর্তন আসে। লোগো থেকে ফিচারে প্রচুর পরিবর্তন আনা হয়। এবার থেকে অ্যাডাল্ট কন্টেন্ট শেয়ারেও বাধা তুলে দিল এক্স।

এবার থেকে অ্যাডাল্ট কন্টেন্টও দেখা যাবে এক্সে। ৩ জুন থেকে আনা হয়েছে নতুন নীতি। এই নীতিতে জানান হয়েছে যে, অ্যাডাল্ট কনটেন্ট এবং পর্নোগ্রাফিক ভিডিও পোস্ট করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবেনা এক্স হ্যান্ডেলে।

আরও পড়ুন: এ কী কাণ্ড! ইন্টারভিউ দিতে গিয়ে নাচতে হল তরুনীকে, ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সমাজ মাধ্যম

তবে এই ধরণের কন্টেন্ট শুধুমাত্র ১৮ বছরের উপরের বয়সীরাই দেখতে পাবেন। তবে এক্সে অ্যাডল্ট কন্টেন্ট শোয়ার নতুন নয়, এর আগেও হত তবে তাতে বিশেষ কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এখন আর কোনও সীমাবদ্ধতা ছাড়াই অ্যাডল্ট কন্টেন্ট শেয়ার করা যাবে।

অনলি ফ্যানস অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডল্ট কন্টেন্ট শেয়ার করা যাবে এক্স এ। এতে কোনও সাবক্রিপশন ছাড়াই বড়দের কন্টেন্ট শেয়ার করা যাবে। তবে অবশ্যই বয়সের একটা সীমাবদ্ধতা রয়েছে। তাতে শুধু মাত্র ১৮ বছরের বেশি বয়সের গ্রাহকরাই এই ধরনের কন্টেন্ট দেখতে পারবেন।

               আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

গোয়ার নাইট ক্লাবে আগুনে পুড়ে মৃত ২৫, গ্রেফতার ৪, জানালেন প্রমোদ সাওয়ান্ত
বাংলায় বাবরি মসজিদ? ফুঁসছেন সাধ্বী ঋতম্বরা, বাগেশ্বর বাবা, দেবকিনন্দন ঠাকুর ও মৌলনা ইয়াসুব