সোমবার রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট বসেছিল।
সোমবার ১৩২ জন প্রাপককে পদ্ম পুরস্কার দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পুরস্কার প্রাপকদের মধ্যে বাংলা থেকে মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ, সনাতন রুদ্র পাল আছেন। পদ্ম বিভূষণ পেয়েছেন বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী বৈজয়ন্তী মালা, প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। এছাড়া পদ্মবিভূষণ পেলেন কনিদেলা চিরঞ্জীবী, পদ্ম সুব্রহ্মণ্যম ও বিন্ধ্যেশ্বর পাঠক (মরণোত্তর)। পদ্মভূষণ সম্মান পেয়েছেন এম ফতিমা বিবি (মরণোত্তর), হরমুসজি এন কামা, মিঠুন চক্রবর্তী, সীতারাম জিন্দল, ইয়াং লিউ, অশ্বিন, বালাচন্দ মেহতা, সত্যব্রত মুখোপাধ্যায় (মরণোত্তর), রাম নায়েক, তেজস মধুসূদন প্যাটেল, ওলানচেরি রাজাগোপাল, দত্তরায় অম্বাদাস মায়ালু ওরফে রাজদত্ত, টংডান রিনপোচে (মরণোত্তর), পেয়ারেলাল শর্মা, চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর, ঊষা উত্থুপ, বিজয়কান্ত (মরণোত্তর) ও কুন্দন ব্যাস।
পদ্মশ্রী প্রাপকদের তালিকাতেও অনেক বাঙালি
পদ্মশ্রী সম্মান পেয়েছেন খলিল আহমেদ, বদ্রাপ্পান এম, কালুরাম বামানিয়া, বাংলাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, নাসিম বানো, রামলাল ব্যারেথ, গীতা রায় বর্মন, পার্বতি বড়ুয়া, সর্বেশ্বর বাসুমাতারি, সোম দত্ত বাট্টু, তাকদিরা বেগম, সত্যনারায়ণ বেলেরি, দ্রোণ ভূবন, অশোক কুমার বিশ্বাস, টেনিস তারকা রোহন বোপান্না, স্মৃতিরেখা চাকমা ও নারায়ণ চক্রবর্তী। এছাড়া পদ্মশ্রী পেয়েছেন এ ভেলু আনন্দ চারি, রাম চেত চৌধুরী, কে চেল্লামাল, স্কোয়াশ খেলোয়াড় জোশনা চিন্নাপা, শার্লট চপিন, রঘুবীর চৌধুরী, জো ডি ক্রুজ, গুলাম নবি দার, চিত্তরঞ্জন দেববর্মা, উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে, প্রেমা ধনরাজ, রাধাকৃষ্ণন ধীমান, মনোহর কৃষ্ণ ঢোল, পিয়ের সিলভেন ফিলিওজাত, মহাবীর সিং গুড্ডু, অনুপমা হসকেরে, ইয়াজদি মানেকশ ইটালিয়া, রাজারাম জৈন, জানকীলাল, রতন কাহার, যশবন্ত সিং কাঠোচ, জাহির কাজি, গৌরব খান্না, সুরেন্দ্র কিশোর, দাসারি কোন্ডাপ্পা, শ্রীধর মাকম কৃষ্ণমূর্তি, ইয়ানাং জামো লেগো, জর্ডন লেপচা, সত্যেন্দ্র সিং লোহিয়া, বিনোদ মহারানা, পূর্ণিমা মাহাত, উমা মাহেশ্বরী ডি, দুখু মাঝি, রাম কুমার মল্লিক, হেমচন্দ্র মানঝি, চন্দ্রশেখর মহাদেওরাও মেশরাম, সুরেন্দ্র মোহন মিশ্র (মরণোত্তর), আলি মহম্মদ ও শ্রী গনি মহম্মদ (যৌথভাবে), কল্পনা মোরপারিয়া, চামি মুর্মু, শশীন্দ্রন মুথুভেল, জি নাচিয়ার, কিরণ নাদার, পাকারাভুর চিত্রন নাম্বুদিরিপাদ (মরণোত্তর), নারায়ণন ই পি, শৈলেশ নায়ক, হরিশ নায়ক (মরণোত্তর), ফ্রেড নেগ্রিট, হরি ওম, ভাগবত প্রধান, সনাতন রুদ্র পাল, শঙ্কর বাবা পুন্ডলিকরাও পাপালকর, রাধে শ্যাম পারিক, দয়াল মাভজিভাই পারমার, বিনোদ কুমার পাসায়াত, সিলবি পাশা, শান্তি দেবী পাসোয়ান ও শ্রী শিবন পাসোয়ান (যৌথভাবে), সঞ্জয় অনন্ত পাতিল, মুনি নারায়ণ প্রসাদ, কে এস রাজন্না, চন্দ্রশেখর চান্নাপটনা রাজন্নাচার, ভগবতীলাল রাজপুরোহিত, রোমালো রাম, নবজীবন রস্তোগি, নির্মল ঋষি, প্রাণ সাভারওয়াল, গদ্দাম সামাইয়া, সংগঠনকিমা, মাচিহান সাসা, ওমপ্রকাশ শর্মা, একলব্য শর্মা, রাম চান্দের সিহাগ, হরবিন্দর সিং, গুরবিন্দর সিং, গোদাবরী সিং, রবি প্রকাশ সিং, শেষমপত্তি টি শিবলিঙ্গম, সোমানা, কেতবত সোমলাল, শশী সোনি, উর্মিলা শ্রীবাস্তব, নেপাল চন্দ্র সূত্রধর (মরণোত্তর), গোপীনাথ সোয়াইন, লক্ষ্মণ ভাট তালিয়াং, মায়া ট্যান্ডন, অশ্বথি থিরুনাল গৌরী লক্ষ্মী বায়ি থামপুরত্তি, জগদীশ লবশঙ্কর ত্রিবেদি, সানো ভামুজো, বালাকৃষ্ণন সদানাম পুথিয়া ভিতিল, কুরেল্লা বিট্ঠলাচার্য, কিরণ ব্যাস, জগেশ্বর যাদব ও বাবু রাম যাদব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Padma Shri Award: পদ্মশ্রী পেলেন কোচ গৌরব খান্না, উচ্ছ্বসিত পলক কোহলি
Bajrang Punia: প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ফুটপাতে পদ্মশ্রী রেখে এলেন বজরং পুনিয়া