সংক্ষিপ্ত
কিছুদিন আগে এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কোচ গৌরব খান্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলি। এবার তাঁর কোচ পদ্মশ্রী পেলেন।
পদ্মশ্রী পুরস্কার পেলেন প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় পলক কোহলির কোচ গৌরব খান্না এবার পদ্মশ্রী খেতাব পেলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পলক। তিনি লিখেছেন, ‘পদ্মশ্রী পুরস্কার ২০২৪ - শ্রী গৌরব খান্না স্যার। এমন একজন ব্যক্তি যাঁর মধ্যে অসাধারণ বুদ্ধিমত্তা ও বিরল দক্ষতা আছে, তাঁকে এক কথায় কী বলা যায়, সেটা আমি খুঁজছিলাম। গৌরব স্যার একজন অসামান্য ব্যক্তিত্ব। তিনি ব্যাডমিন্টনের আন্তর্জাতিক আম্পায়ার, আন্তর্জাতিক রেফারি, আন্তর্জাতিক ম্যাচ কন্ট্রোল, আন্তর্জাতিক লাইভ স্কোরার, কম্পিটিশন ম্যানেজার, কম্পিটিশন ডিরেক্টর, টেকনিক্যাল ডেলিগেট, আন্তর্জাতিক কোচ এবং আমাদের সবার কাছে অসাধারণ মেন্টর। তিনি একজন অসাধারণ মানুষ।’
কোচ স্বীকৃতি পাওয়ায় খুশি পলক
কোচ সম্পর্কে পলক আরও বলেছেন, ‘ভারতে তো বটেই, এমনকী সারা বিশ্বে হয়তো অন্য কেউ ব্যাডমিন্টনে এত সাফল্য অর্জন করতে পারেননি। আমি আপনার মতো হয়ে উঠতে চাই স্যার। আমি আপনার জীবনের কঠিন সময়ের কিছুটা দেখেছি। আমি নিশ্চিত, আপনি জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন। অনেক শারীরিকভাবে অক্ষম অ্যাথলিটের জীবন আলোকিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই গৌরব স্যার। আপনি এই ধরনের অ্যাথলিটদের জীবনে লক্ষ্য ও উদ্দেশ্য তৈরি করে দিয়েছেন। আপনার আশীর্বাদ ও সাহায্য পেয়ে আমরা বিশ্বের যে কোনও সাফল্য অর্জন করতে পারি। পদ্মশ্রী পুরস্কার আপনার প্রাপ্য ছিল। অভিনন্দন গৌরব খান্না স্যার।’
কোচের প্রতি কৃতজ্ঞ পলক
কিছুদিন আগে এশিয়ানেট নিউজ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পলক। তিনি জানান, কোচ নিজে থেকেই তাঁকে প্যারা ব্যাডমিন্টন খেলা শুরু করার পরামর্শ দেন। এরপরেই তাঁর জীবন বদলে যায়। সেই কারণেই কোচের প্রতি কৃতজ্ঞ পলক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Palak Kohli Interview: জেদই সাফল্যের মন্ত্র, একান্ত সাক্ষাৎকারে জানালেন পলক কোহলি
সোনারপুরে উদ্বোধন হল স্টার ব্যাডমিন্টন অ্যাকাডেমি, উদ্বোধন করলেন পুল্লেলা গোপীচাঁদ