সাধারণ মানুষের স্বার্থে যে এগিয়ে আসতে সর্বদা প্রস্তুত এ কথা বারবার জানিয়েছেন বিশিষ্ট শিল্পপতি রতন টাটা। ক্যান্সার চিকিৎসায় দেশের বিভিন্ন প্রান্তে অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি। এবার তাঁকে 'সর্বোচ্চ নাগরিকের সম্মান' দেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার। টুইট করে এ কথা জানিয়েছেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ভারতের বুকে টাটা গ্ৰুপের কর্ণধার রতন টাটা (Ratan Tata) একজন বিশিষ্ট শিল্পপতিই নন সমাজ সেবামূলক কাজে ও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। করোনা অতিমারিকালে ও তিনি নিজের সাহায্যের হাত বাড়িয়েছিলেন। এবার তাঁকে 'সর্বোচ্চ নাগরিকের সম্মান' দেওয়া হবে বলে ঘোষণা করল অসম সরকার (Assam Govt)। তবে সম্প্রতি নাম বদলে এই পুরস্কারের নাম হয়েছে 'অসম বৈভব' (Assam Baibhav)। চলতি সপ্তাহেই অসম সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma) টুইট করে নিজে এই বার্তা দিয়েছেন।
অসমে ক্যান্সার চিকিৎসার জন্য উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে রতন টাটার 'টাটা ট্রাস্ট (Tata Trust)।' সেখানে সরকার ও টাটা ট্রাস্ট মিলিতভাবে ১৯টি ক্যান্সার কেয়ার ইউনিট গড়ে তুলেছে। ২০১৮ সালে এই প্রকল্পের উদ্যোগ নিয়েছিল অসম সরকার (Assam Govt)। সেই বছরেই অসম-গ্লোবাল ইনভেসমেন্ট শীর্ষ সম্মেলনে টাটা ট্রাস্টের (Tata Trust) সঙ্গে চুক্তি সাক্ষর করে অসম সরকার (Assam Govt)। এবার ক্যান্সার চিকিৎসায় অবদানের জন্য টাটা ট্রাস্টের কর্ণধার রতন টাটাকে (Ratan Tata) 'সর্বোচ্চ নাগরিকের সম্মান দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। টুইটারে হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma) লেখেন যে, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ক্যান্সার চিকিৎসায় অবদানের জন্য সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব রতন টাটাকে প্রদান করা হল।'
অসমে ক্যান্সার চিকিৎসায় যাতে সেখানকার নাগরিকদের সমস্যা মেটানো যায় সেই কারণেই এই প্রকল্পের উদ্যোগ নিয়েছিল অসম সরকার (Assam Govt)। সেই রাজ্যে মানুষ যাতে বিনামুল্যে ক্যানসার নির্ণয় করতে পারেন সেই জন্য করা হয়েছে 'স্টেট্ ক্যান্সার ইউনিট।' এই প্রকল্পে একটা বিরাট অঙ্কের দায়িত্বভার তুলে নিয়েছে টাটা ট্রাস্ট (Tata Trust)। কারণ এক্ষেত্রে প্রায় ২২০০ কোটি টাকা ধরা হয় যার প্রায় অর্ধেকটাই দেয় টাটা ট্রাস্ট (Tata Trust)। বাকি অর্ধেক টাকা দেয় অসম সরকার (Assam Govt)।
সম্প্রতি বৃহস্পতিবার অর্থাৎ ২ রা ডিসেম্বর ছিল অসম দিবস Assam Day)। এদিনই টুইট করে রতন টাটাকে (Ratan Tata) এই বিশেষ সম্মান দেওয়ার কথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma)। উল্লেখ্য, রতন টাটা বরাবরই একজন সংবেদনশীল মানুষ। নিজস্ব কর্মীচারী হোক বা অন্য যে কেউ অসহায় ব্যাক্তি রতন টাটা (Ratan Tata) সাহায্যের হাত বাড়াতে পিছ পা হন না কখনওই। এবার তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়ার ঘোষণা অসম সরকারের। প্রসঙ্গত এই পুরস্কারের নাম আগে ছিল 'অসম রত্ন (Assam Ratna)।' সম্প্রতি কিছুদিন আগেই এই পুরস্কারের নাম বদলে 'অসম বৈভব' (Assam Baivab) করেছে অসম সরকার (Assam Govt)। এই রাজ্যে রাজ্যে সর্বোচ্চ অসামরিক পুরস্কার এটিই।