Tripura: খাবারও দেওয়া হচ্ছে না ত্রিপুরায়, ভয়াবহ অভিযোগ সায়নীর

  'ত্রিপুরার হোটেলে দেওয়া হচ্ছে না খাবার', ভয়াবহ অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। ত্রিপুরার রেস্তোরায় বসে রাজনৈতিক আলোচনা চলবে না বলে দেওয়া হল হুঁশিয়ারি।  

Asianet News Bangla | Published : Aug 18, 2021 8:05 AM IST / Updated: Aug 18 2021, 01:41 PM IST

ত্রিপুরায় ফের শিরোণামে তৃণমূল। 'ত্রিপুরার হোটেলে দেওয়া হচ্ছে না খাবার', ভয়াবহ অভিযোগ তুললেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। ত্রিপুরার রেস্তোরায় বসে রাজনৈতিক আলোচনা চলবে না বলে দেওয়া হল হুঁশিয়ারি। বারবার খাবার অর্ডার করলেও মিলবে না খাবার, গুরুতর অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন, আফগানিস্তানে বাংলার কত জন মানুষ আটকে রয়েছেন, খোঁজ নিতে নির্দেশ নবান্নের

মঙ্গলবার সায়নী ঘোষের হাত ধরে ত্রিপুরার আগরতলায় প্রায় ৭০ জন যুবক-যুবতিরা তৃণমূল যোগ দিয়েছেন। আর মিশন ত্রিপুরা ইস্যুতে তার আগে আগরতলায় রাজনৈতিক আলোচনা সারেন তিনি। রাজনৈতিক আলোচনা চলাকালীন একাধিকবার খাবার চেয়ে পাঠান সায়নী ঘোষ। তৃণমূলের অভিযোগ, দুই বারের বেশি তা দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। সায়নী জানিয়েছেন, প্রথমে তা মেনে নেওয়া হয়। বাইরে থেকে খাবার আনানো হয়। কিন্তু পরে জানানো হয়, 'রেস্তোরায় বসে কোনও রাজনৈতিক আলোচনা করা যাবে না।' এই ঘটনায় ত্রিপুরায় আশিসলাল সিংহ প্রশ্ন তুলেছেন, আমি কোথায় বসে কী আলোচনা করব, সেটা কি কেউ ঠিক করে দিতে পারে। আসলে বিজেপি সরকার ভয় পেয়েছে বলেই এগুলি করছে', বলে দাবি তাঁর।

"

আরও পড়ুন, 'মুকুল রায় চাপে পড়ে তৃণমূলে গিয়েছেন', 'বিধানসভা এড়াতেই' আক্রমণ দিলীপের
অপরদিকে, ইতিমধ্যেই প্রথমবারের রেশ না মিটতেই ত্রিপুরায় দ্বিতীয়বার আক্রান্ত তৃণমূল। প্রসঙ্গত,  ৭ অগাস্ট শনিবার ত্রিপুরায় এসে আক্রান্ত হয়েছেন তৃণমূলের যুব নেতারা। প্রতিবাদে  ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। সূত্রের খবর, রবিবার ভোর রাতে মহামারী আইনে ত্রিপুরায় দেবাংশু ভট্টাচার্য সহ ১১ জন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এরপরেই তৃণমূলের যুব নেতাদের গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ত্রিপুরা। খোঁয়াই থানায় রুদ্র মূর্তি ধরেন তৃণমূলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশ আধিকারিকদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হওয়ায় ধৃতদের তোলা হয় আদালতে। এরপর দীর্ঘ সময় ধরে অভিষেক বন্দ্য়োপাধ্যায়, ব্রাত্য বসু সহ তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব থানাতেই ছিলেন। তৃণমূলের যুবনেতাদের জামিন মিললেও কলকাতায় ফিরতেই অভিষেক সহ ৫ তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে ত্রিপুরা পুলিশ।  তৃণমূলের বিরুদ্ধে ওঠা সেই অভিয়োগকে কেন্দ্র করে সুবল ভৌমিকের তরফে  হাইকোর্চটে আবেদন করা হয়েছিল। বুধবার সেই আবেদনেই মিলল সাড়া। আদলতের প্রধান বিচারপতি এই মামলায় হস্তক্ষেপ করলেন।   ত্রিপুরার থানায় অভিষেকদের অবস্থান বিক্ষোভের ভিডিও চাইল এবার আদালত।

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!