Bihar Deputy CM: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই উপ মুখ্যমন্ত্রী বাছলেন নীতীশ কুমার। কে হলেন বিহারের নব নির্বাচিত উপ মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নতুন মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন ঘোষণা করেছেন। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। মোট ১৮ জন মন্ত্রীর মধ্যে বিভিন্ন দফতরের বরাদ্দ প্রকাশ করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
25
উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে সম্রাট চৌধুরী
নীতীশ কুমারের শপথগ্রহণের আগে মন্ত্রিসভা গঠন নিয়ে এনডিএ জোটসঙ্গীদের মধ্যে আলোচনা সাময়িক জটিলতা তৈরি হয়। বিশেষ করে স্বরাষ্ট্র দফতর ছাড়তে জেডিইউ অনীহা প্রকাশ করেছে বলে সূত্রের দাবি।এবার সেই স্বরাষ্ট্র দফতর, যা এতদিন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের অধীনেই ছিল, দেওয়া হয়েছে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে। তিনি আগের মতোই উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকবেন।
35
কে পেলেন কোন দফতর
বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে ভূমি ও রাজস্ব দফতরের পাশাপাশি খনি ও ভূতত্ত্ব দফরের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও আইন—দুটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পেয়েছেন মঙ্গল পাণ্ডে। একই সঙ্গে শিল্প দফতরের মন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে দিলীপ জয়সওয়ালকে।
নতুন মন্ত্রিসভা বণ্টনে নীতীন নবীনকে সড়ক নির্মাণ দফতর সহ নগর উন্নয়ন ও গৃহায়ণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রামকৃপাল যাদব। শ্রম সম্পদ দফতরের দায়িত্ব গ্রহণ করেছেন সঞ্জয় টাইগার।
55
যুব বিষয়ক দফতরের দায়িত্ব কে?
অরুণ শঙ্কর প্রসাদকে পর্যটন দফতরের দায়িত্বের পাশাপাশি শিল্প, সংস্কৃতি ও যুব বিষয়ক দফতরের দায়িত্ব অর্পণ করা হয়েছে। অন্যদিকে, সুরেন্দ্র মেহেতাকে প্রাণী ও মৎস্য সম্পদ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের নেতৃত্বে নিযুক্ত হয়েছেন নারায়ণ প্রসাদ।