অমৃত সরোবর তৈরির লক্ষ্যমাত্র অর্জনে ব্যর্থ পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা, তালিকায় রয়েছে আরও রাজ্যের নাম

দেশে মোট ১ লক্ষ ১২ হাজার ২৭৭টি অমৃত সরোবর তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। যারমধ্যে ৬৬ হাজার ২৭৮টি অমৃত সরোবর নির্মাণ বা পুণরুজ্জীবিত করা হয়েছে। ৮১ হাজার ৪২৫টি অমৃত সরোবরের জন্য কাজ শুরু হয়েছে।

 

দেশের প্রতিটি জেলায় ৭৫টি অমৃত সরোবর তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা সেই লক্ষ্যমাত্রা পুরণ করতে পারেনি। শুধু এই রাজ্যই নয়, ৭৫টি অমৃত সরোবর তৈরির লক্ষ্যমাত্রা পুরণ করতে না পারা রাজ্যগুলি মধ্যে রয়েছে পঞ্জাব, তেলাঙ্গনা, কেরল, তামিলনাড়ু, হরিয়ানা, বিহার ও রাজস্থান।

৬৬,২৭৮ সংখ্যক অমৃত সরোবর নির্মাণ বা পুনরুজ্জীবিত করা হয়েছে গোটা দেশে। কিন্তু পশ্চিমবঙ্গ, তেলাঙ্গনা, কেরলা, তামিলনাড়ু, হরিয়ানা, বিহার ও রাজস্থান ছাড়া দেশের প্রতিটি রাজ্যেই প্রতিটি জেলায় ৭৫টি অমৃত সরোবরর তৈরি হয়েছে বা তৈরি করা হচ্ছে। কিন্তু কয়েকটি রাজ্য এখনও সেই লক্ষ্যমাত্র অর্জন করতে পারেনি।

Latest Videos

সবমিলিয়ে দেশে মোট ১ লক্ষ ১২ হাজার ২৭৭টি অমৃত সরোবর তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। যারমধ্যে ৬৬ হাজার ২৭৮টি অমৃত সরোবর নির্মাণ বা পুণরুজ্জীবিত করা হয়েছে। ৮১ হাজার ৪২৫টি অমৃত সরোবরের জন্য কাজ শুরু হয়েছে।

মিশন অমৃত সরোবরের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালের ২৪ এপ্রিল ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি জেলায় নূন্যতম ৭৫টি সরোবর তৈরি বা পুণরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। মিশনেপ লক্ষ্য গোটা দেশে ৫০ হাজার অমৃত সরোবর তৈরি করা।

এই মিশনটি সম্পূর্ণ সরকারি পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রের চারটি মন্ত্রকের একাধিক বিভাগ যুক্ত। যারমধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন বিভাগ, ভূমি সম্পদ বিভাগ, পাণীয় জল ও স্যানিটেশন বিভাগ, জলসম্পদ বিভাগ, পঞ্চায়েতি রাজ মন্ত্রক, বন মন্ত্রক। রিবেশ ও জলবায়ু পরিবর্তন, রেল মন্ত্রণালয়, সড়ক, পরিবহন ও মহাসড়ক মন্ত্রনালয় অংশগ্রহণ করছে। এছাড়াও ভাস্করাচার্য ন্যাশানাল ইনস্টিটিউট ফর স্পেশ অ্যাপ্লিকেশন অ্যান্ড জিও ইনফরমেটিক্স-কে মিশনের প্রযুক্তিগত অংশীদার হিসেবে নিযুক্ত করা হয়েছে। মিশনটি রাজ্য ও জেলাগুলির মধ্য়ে কাজ করবে। রাজ্যগুলির নিজস্ব স্পিম ছাড়াও মহাত্মা গান্ধী NREGS, XV অর্থ কমিশন অনুদান, PMKSY উপ-স্কিম যেমন জলাশয় উন্নয়ন উপাদান, হর ক্ষেত কো পানির মতো বিভিন্ন প্রকল্পের পুনর্নিবেশের মাধ্যমে। এটিও উল্লেখ করা যেতে পারে যে মিশন এই প্রচেষ্টার পরিপূরক করার জন্য নাগরিক এবং বেসরকারী সংস্থানগুলিকে একত্রিত করতে উৎসাহিত করে৷

আরও পডুনঃ

ফিরহাদ হাকিমের জামাইয়ের দলবদল, তৃণমূল ছেড়ে কংগ্রেসে এসে বললেন তোলাবাজির রাজনীতি তিনি করেন না

স্পোর্টস বাইকে প্যাংগংএর দুর্গম পথে রাহুল গান্ধী, রাজীবকে স্মরণ করে অ্যাডভেঞ্চার কংগ্রেস নেতার

রাজন্যার হাত ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘাসফুল ফোটাতে চাইছে তৃণমূল, গুরু দায়িত্ব পেলেন মমতার স্নেহধন্যা

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল