Supreme Court: পেগাসাসকাণ্ডে মমতাকে বাধা, রাজ্যের তদন্ত কমিশনের ওপর স্থগিতাদেশ শীর্ষ আদালতের

পেগাসাসকাণ্ডে (Pegasus) পশ্চিমবঙ্গ সরকারের  (West Bengal Govt) তৈরি তদন্ত কমিশনের ওপর স্থগিতাদের জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চলতি বছর জুলাই মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bnerjee) উদ্যোগে পেগাসাস স্নুপিং অভিযোগের তদন্তের জন্য প্রাক্তন বিচারপচি এমবি লেকুরের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিশন তৈরি করেছিলেন। সেই তদন্ত কমিশনের সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। 

পেগাসাসকাণ্ডে (Pegasus) পশ্চিমবঙ্গ সরকারের  (West Bengal Govt) তৈরি তদন্ত কমিশনের ওপর স্থগিতাদের জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। চলতি বছর জুলাই মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bnerjee) উদ্যোগে পেগাসাস স্নুপিং অভিযোগের তদন্তের জন্য প্রাক্তন বিচারপচি এমবি লেকুরের নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিশন তৈরি করেছিলেন। সেই তদন্ত কমিশনের সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। 

প্রধানবিচারপতি এনভি রমনা বিচারপতি সূর্যকান্ত ও হিমা কোহলির বেঞ্চে একটি মামলা দায়ের হয়। তাতে বলা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের আশ্বাস সত্ত্বেও লেকুর প্যানেল সুপ্রিম কোর্টের তৈরি করা বিশেষ তদন্তকারী দলের সঙ্গে সমান্তরাল পথে চলতে পারে না। তাই এজাতীয় তদন্ত কমিশনের প্রয়োজন নেই বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। চলতি বছর সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি এরভি রবীন্দ্রনের নেতৃত্বে পেগাসাস কাণ্ডের তদন্তের জন্য দুই সদস্যের একটি দল গঠন করেছে।  সেই দলে দুই সাইবার বিশেষজ্ঞও রয়েছেন। এদিন সুপ্রিম কোর্টের এই মামলার সওয়াল জবাবে কেন্দ্রের পক্ষ হরিশ সালভে বলেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেগাসাস তদন্ত শুরু হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের তৈরি কমিশমের পৃথক কোনও তদন্তের প্রয়োজন নেই। 

Latest Videos


রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভির কাছে প্রধানবিচারপতি অবস্থান জানতে চাইলে তিনি বলেন, রাজ্যসরকারের নিযুক্ত তদন্ত কমিশন স্বতন্ত্র ও স্বাধীন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পৃথক তদন্তের প্রয়োজন নেই বলেও জানিয়ে দেন তিনি। সুপ্রিম কোর্ট এই বিষয়ে সব পক্ষকে একটি নোটিশ জারির নির্দেশ দিয়েছে। তারপরই পশ্চিমবঙ্গের তৈরি করা পৃথক তদন্ত কমিশনের ওপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। 

গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট পেগাসাস মামলায় বলেছিল, ভারেতর কিছু মানুষের ওপর নজরদারির জন্য ইসরায়েলি স্পাইওয়্যাল পেগাসেসের ব্যবহার করা হয়েছে। যা নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। বলেছেন এই ঘটনায় সুপ্রিম হাতের ওপর হাত রেখে বসে থাকতে পারে না। দেশের মানুষদের গোপনীয়তা সঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া অত্যান্ত জরুরি। রাষ্ট্র কেবল মাত্র জাতীয় সুরক্ষার দায়িত্ব নিতে পারে। গোটা ঘটনায় আদালত নীরব থাকবে না বলেও জানিয়ে দিয়েছিল। 

শুধু ভারত নয় পেগাসাস ইস্যুতে উত্তাল গোটা বিশ্বের বেশ কয়েকটি দেশ। ফরাসি প্রেসিডেন্টের ফোনও নাকি হ্যাক করার জন্য পেগাসাসের তালিকাভুক্ত ছিল। এমনই গুরুতর অভিযোগ উঠেছে।  বিতর্কের আঁচ পড়েছে ইজরায়েলেও। এই অবস্থায় পেগাসাস ইস্যুতে সফটওয়্য়ার প্রস্তুতকারক সংস্থা এনএসও(NSO) র একাধিক অফিস পরিদর্শন করল ইজরায়েলের সরকারি আধিকারিকরা। এনএসও মূলত সাইবার সিকিউটি ফার্ম। এনএসও একাধিক অফিস পরিদর্শন করার পর ইজরায়েলের আধিকারিকরা জানিয়েছেন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই কাজ করা  হয়েছে। 

Miss World 2021 Postponed: বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় কোভিড থাবা, আক্রান্ত ভারতীয় সুন্দরী মানাসা বারানসী

Laughing Ban: ১০ দিনের জন্য 'হাসতে মানা', উত্তর কোরিয়ায় কঠোর নিষেধাজ্ঞা জারি

Assam CM: 'আমার স্ত্রীর প্রতি কেন নজর', জমি দুর্ণীতি নিয়ে মুখ্যমন্ত্রীর তোপ বিরোধী বিরোধী বিধায়ককে

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন