ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর কাজে নিযুক্ত বিএলও-দের নিরাপত্তা নিয়ে এবার গভীর উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। বুধবার শীর্ষ আদালত জানায় যে, কাজ করতে গিয়ে কোনও বিএলও যদি সমস্যায় পড়েন তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিক ও জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে অভিযোগ জানাতে পারবেন
25
শীর্ষ আদালতে এসআইআর মামলা
বুধবার এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। জানা গিয়েছে, বিএলও-দের নিরাপত্তায় দেওয়া হচ্ছে না বলে এদিন আদালতে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। নির্বাচন কমিশনের দাবি, বিএলও-দের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘’আমরা শুনেছি কমিশনের চাপে বিএলও-রা আন্দোলন করছেন। সিইও অফিস ঘেরাও করা হয়েছে। এটা শুধু ডেস্ক জব নয়। তাঁদের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। তাই এই কাজটা বেশি। তাঁরা চাপে আছেন।''
35
কী বলছেন মামলাকারীদের আইনজীবী?
এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী আদালতে জানান যে, বিএলও-দের নিরাপত্তায় রাজ্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই তারা কেন্দ্রের কাছে নিরাপত্তার জন্য সিআরপিএফ চেয়ে আবেদন জানিয়েছেন বলেও জানান। এখানেই শেষ নয়, বিএলও-দের উপর রাজনৈতিক চাপ আছে বলেও তিনি অভিযোগ করেন।
এই বিষয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এদিন বলেন যে, ‘’বিএলও-রা আক্রান্ত হচ্ছেন। কাজে বাধা দেওয়া হচ্ছে এটা অত্যন্ত সিরিয়াস বিষয়। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।''
55
রাজ্যকে চিঠি
এদিকে বিএলও-দের নিরাপত্তার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট যে যথেষ্ট উদ্বিগ্ন সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেন বিচারপতি জয়মাল্য বাগচী। বিষয়টি নিয়ে তিনি রাজ্যকে চিঠি দেবেন বলেও জানিয়েছেন এদিনের শুনানিতে। তবে এখন দেখার বিএলও ইস্যুতে কী পদক্ষেপ নেয় রাজ্য সরকার।