K Annamalai: ৬ মাসে তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে যাত্রা, মোদীকে ধন্যবাদ আন্নামালাইয়ের

লোকসভা নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এবার তামিলনাড়ুতে ভালো ফলের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে বিজেপি নেতৃত্ব।

সারা দেশের রাজনৈতিক মহলের নজর কেড়ে নিয়েছেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তরুণ নেতার পিঠ চাপড়ে দিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আন্নামালাই। তিনি লিখেছেন, ‘আমাদের ৬ মাসের যাত্রা শেষ হল। এন মন এন মক্কাল পদযাত্রার অঙ্গ হিসেবে গত ৬ মাসে তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা কেন্দ্রে আমরা গিয়েছি। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় থিরু নরেন্দ্র মোদীর জন্য মানুষের যে ভালোবাসা ও অনুরাগ দেখতে পেয়েছি তার কোনও তুলনা হয় না। রামেশ্বরমে এই পদযাত্রার সূচনা করেছিলেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী থিরু অমিত শাহ। এই পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী থিরু নরেন্দ্র মোদী। এন মন এন মক্কাল পদযাত্রা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। ২০২৪ সালে ফের ক্ষমতায় আসছেন মোদী।’

লোকসভা নির্বাচনে ভালো ফলের আশায় আন্নামালাই

Latest Videos

২০২৩ সালের ২৮ জুলাই রামেশ্বরমে শুরু হয় এন মন এন মক্কাল পদযাত্রা। মঙ্গলবার তিরুপ্পুরে শেষ হয়েছে এই পদযাত্রা। সমাপ্তি অনুষ্ঠানে ছিলেন মোদী। তিনি মঞ্চেই আন্নামালাইয়ের পিঠ চাপড়ে দেন। ৬ মাস ধরে চলেছে আন্নামালাইয়ের যাত্রা। বিজেপি-র রাজ্য নেতৃত্ব, দলের সদস্যরা এই যাত্রায় ছিলেন। তামিলনাড়ুর মানুষের মধ্যে এই যাত্রা ঘিরে প্রবল উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। লোকসভা নির্বাচনে ভালো ফল হবে বলে আশা করছে বিজেপি

 

 

বিরোধীদের আক্রমণ মোদীর

এন মন এন মক্কাল পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠানে বিরোধীদের আক্রমণ করে মোদী বলেন, ‘বিজেপি কোনওদিন তামিলনাড়ুতে ক্ষমতায় আসেনি। তা সত্ত্বেও এই রাজ্য সবসময় বিজেপি-র হৃদয়ে আছে। আমার সব তামিল ভাই-বোন এটা জানেন এবং বোঝেন। এই কারণেই যারা দশকের পর দশক ধরে রাজ্যে লুটপাট চালিয়েছে তারা বিজেপি-র শক্তি বৃদ্ধিতে আশঙ্কিত হয়ে পড়েছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আগামী তিন মাস শোনা যাবে না মন কি বাত! কারণ জানালেন নরেন্দ্র মোদী নিজেই

সুদর্শন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, ভারতের দীর্ঘতম এই কেবল সেতু কেন গুরুত্বপূর্ণ?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today