কপালে বিভূতি, সাধুর বেশে ঘুরছে ছয় লস্কর জঙ্গি! জারি উচ্চ সতর্কতা

Published : Aug 23, 2019, 12:19 PM ISTUpdated : Aug 23, 2019, 12:26 PM IST
কপালে বিভূতি, সাধুর বেশে ঘুরছে ছয় লস্কর জঙ্গি! জারি উচ্চ সতর্কতা

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কা দিয়ে তামিলনাড়ুতে ঢুকে পড়েছে ছয় লস্কর-ই-তৈবা জঙ্গি কোয়েম্বাটোর শহরে ঠাই নিয়েছে তারা কপালে বিভূতি মেখে, তিলক কেটে, গেরুয়া বসনে হিন্দু সাধুর বেশে ঘুরছে এদের একজন রপাক নাগরিক, বাকিরা শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা দিয়ে তামিলনাড়ুতে ঢুকে পড়েছে ছয় লস্কর-ই-তৈবা জঙ্গি। কপালে বিভূতি মেখে, তিলক কেটে, গেরুয়া বসনে হিন্দু সাধুর বেশে তারা ঘুরে বেড়াচ্ছে কোয়েম্বাটোরে। ভারতীয় গোয়েন্দার এই তথ্য পাওয়ার পরই তামিলনাড়ুতে জারি করা হল উচ্চ সতর্কতা।

গোয়েন্দারা জানতে পেরেছেন ছয়জনের দলটির নেতৃত্বে আছে এক পাকিস্তানি জঙ্গি। তার নাম ইলিয়াস আনোয়ার। বাকি পাঁচজন শ্রীলঙ্কান নাগরিক। ভারতে বড় ধরণের কোনও নাশকতা ঘটানোর লক্ষ্যেই তারা এসেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন - পাকিস্তানিদের সঙ্গে আসছে আফগান-পস্তু জঙ্গিরাও! গোয়েন্দা তথ্যে সতর্কতা জম্মু-কাশ্মীরে

আরও পড়ুন - মধ্যপ্রদেশে আফগান জঙ্গির উপস্থিতি, গুজরাত সীমান্তে জারি সতর্কতা

আরও পড়ুন - বালাকোট এয়ারস্ট্রাইক, বিশেষ সম্মান পেলেন বায়ুসেনার সেই পাঁচ পাইলট

আরও পড়ুন - হাফিজ সইদকে তহবিল জোগানোর মামলাতেও ঘুষ! চাঞ্চল্যকর অভিযোগ এনআইএ-র বিরুদ্ধে

এরপরই তামিলনাড়ু রাজ্যের সর্বত্র বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। সেইসঙ্গে কোয়েম্বাটোর শহরের বিখ্যাত স্থানগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। কোয়েম্বাটোর সিটি পুলিশ দুই সম্ভাব্য জঙ্গির ছবিও প্রকাশ করেছে। তাদের খোঁজে জায়গায় জায়ায় চলছে তল্লাশি। আগাম সতর্কতামূলক সব ব্যবস্থাই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চেন্নাইয়ের পুলিশ কমিশনার।   

 

PREV
click me!

Recommended Stories

Jharkhand Train Accident: ঝাড়খণ্ডে চলন্ত ট্রেনের ধাক্কা ট্রাকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Republic Day 2026: কর্তব্যপথে ৩০টি ট্যাবলো, পশ্চিমবঙ্গের ট্যাবলোতে কী থাকবে?